পথ দুর্ঘটনা রুখতে বিশেষ অভিযানে নামল পুলিস।
1 min readপথ দুর্ঘটনা রুখতে বিশেষ অভিযানে নামল পুলিস।
ইটাহার: পথ দুর্ঘটনা রুখতে বিশেষ অভিযানে নামল পুলিস। মঙ্গলবার এদিন ইটাহারের চৌরঙ্গী মোড়, দুর্গাপুর লাইন বাজার ও পতিরাজপুরের ঝাড়কালি এলাকায় জাতীয় ও রাজ্য সড়কে হেলমেট বিহীন বাইক চালকদের টাইট দিতে বিশেষ অভিযান করা হয়। পরিসংখ্যান বলছে, চলতি মাসে ১৬ দিনে ইটাহার থানা এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৩ জনের। আহত প্রায় ২০ জন।
পুলিস প্রশাসনের দাবি, মৃতদের কারোর মাথায় হেলমেট ছিল না। ফলে পথ দুর্ঘটনা রুখতে সেফ ড্রাইভ, সেভ লাইফ সহ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে পুলিস প্রশাসন। পথ নিরাপত্তার পাঠ দিতে পুলিস বিভিন্ন এলাকায় প্রচার অভিযান সহ হেলমেট প্রদান করেছেন আসতর্ক বাইকারদের। কিন্তু লাভ কিছুতেই হচ্ছে না। তাই এবার রায়গঞ্জ পুলিস জেলার ডিএসপি ট্রাফিক মহম্মদ ওমর ফারুক, ইটাহারের আইসি সুকুমার ঘোষ ও ট্রাফিক ওসি জয়দেব বর্মনের নেতৃত্বে এদিন বিশেষ অভিযান করা হয়। এদিন ইটাহারের তিনটি পৃথক এলাকায় জাতীয় ও রাজ্য সড়কে হেলমেট বিহীন বাইক চালকদের টাইট দিতে বিশেষ অভিযান করা হয়। এই অভিযানে প্রায় ১৪৭ জন হেলমেট বিহীন বাইক চালককে জরিমানা করে পুলিস। এর মধ্যে রয়েছেন দুই জন সিভিক ভলেন্টির ও তৃণমূলের অঞ্চল সভাপতিও। এছাড়াও তাদের সচেতন করেন পুলিস আধিকারিকরা।