দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় আজ খুশির ঈদে শুভেচ্ছা বিনিময়ের জন্য দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় যান
1 min read
কমল কুমার বিশ্বাস(কুমারগঞ্জ)16ই জুন:- দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় আজ খুশির ঈদে শুভেচ্ছা বিনিময়ের জন্য দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় যান l আজ দুপুরে প্রসূন বাবু কুমারগঞ্জের জখিরপুরের দোরাহা গ্রামে বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের বাড়ি আসেন ও শুভেচ্ছা বিনিময় করেন l সেখান থেকে তিনি যান কুমারগঞ্জ প্রাক্তন বিধায়ক মাহামুদা বেগমের বাড়ি শ্যামনগরে l
মাহামুদা বেগম শুভেচ্ছা বিনিময় করেন l মাহামুদা বেগম এর বাড়ি তিনি দুপুরের আহার সারেন l এরপর তিনি যান কুমারগঞ্জের দিওরে তৃণমূল কিশান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি ও কুমারগঞ্জ ছয় নং জেলা পারিষদ আসনের জয়ী প্রার্থী মফিজুদ্দিন মিয়ার বাড়ি l মফিজুদ্দিন বাবু উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার সহ সমস্ত পুলিশ কর্মীদের l কুমারগঞ্জ পর্ব চুকিয়ে প্রসূন বাবু ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যান তপনে আমজাদ আলীর বাড়ি,সেখান থেকে তিনি যান তপনের ভিকাহারে এবং তদপরবর্ততে জেলার অন্যান্য এলাকায় l
এপ্রসঙ্গে প্রসূন বাবু জানান-ঈদ একটা খুশির উৎসব l সমগ্র পৃথিবী জুড়ে পালিত হয় l প্রতিবারই আমি জেলার বিভিন্ন প্রান্তে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাই ,এবারও বেড়িয়েছি l মাহামুদা বেগম আমার দিদির মতো ,পুলিশ আধিকারিক হিসাবে নয় ভাই হিসাবেই প্রতিবার আসি l শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বই নয় প্রচুর সাধারণ মামুষের বাড়ি আমি এই খুশির দিনটিতে যাই,সকলের সাথে সময় কাটাই lএছাড়াও কুমারগঞ্জ থানার পক্ষ থেকে কুমারগঞ্জের বিভিন্ন মসজিদ ও ঈদগাতে পুস্পস্তবক ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় l