January 12, 2025

দক্ষিণ দিনাজপুরের বোল্লা ঈদগা মাঠে খুশির ঈদে মাতলো ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষরা

1 min read

কমল কুমার বিশ্বাস(কুমারগঞ্জ) 16ই জুন :-  দক্ষিণ দিনাজপুরের বোল্লা ঈদগা মাঠে খুশির ঈদে মাতলো ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষরা l একমাস রোজা রাখার পর আজ ঈদের নামাজ হলো বোল্লা ঈদগা মাঠে l আজ প্রায় হাজার খানেক মানুষ নামাজ সারেন l সেখানে শুভেচ্ছা বিনিময় করতে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বাচ্চু হাঁসদা l তিনি ফুলের তোরা ও মিষ্টান্ন দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *