January 12, 2025

প্রধান মন্ত্রীর ছবি নিয়ে তোলার অভিযোগে পুলিশের জালে আটক দুই জন তলাবাজি কালিয়াগঞ্জে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুপ জয়সোয়াল ভারতীয় জনতা পার্টির প্রতিক ও প্রধান মন্ত্রীর ছবি সহ বিজেপি ফাউনডেশনের নাম করে গ্ৰামে  আদিবাদী সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে অবৈধভাবে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের নাম করে টাকা তোলার অভিযোগে এক টোটো চালক সহ আরও দুই জনকে আটক করে  পুলিশের হাতে তুলে দিল গ্ৰামবাসীরা।  যদিও তাদের আরেক সাথী সুযোগ বুঝে পালিয়ে যায়। এমনি ঘটনা ঘটে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ৯ নম্বর বরুনা গ্ৰাম পঞ্চায়েতের তমচারি মঠবাড়ি এলাকায়।  গ্রাম বাসিরা অভিযুক্তদের আটকে কালিয়াগঞ্জ থানার পুলিশকে খবর দেয়।  ধৃতরা হল  রায়গঞ্জের থানার বরুয়া পঞ্চায়েতের বাসিন্দা মকসুদ আলম (১৮) ও রায়গঞ্জের বামুয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন (১৫)।  সহ টোটো চালক বচ্চন বর্মন, তার বাড়ি কালিয়াগঞ্জ মালগাও গ্ৰামে বাসিন্দা ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে রাতে পুলিশ  টোটো চালক সহ বাকি দুই জনকে থানায় নিয়ে আসে এবং  ঘটনার তদন্তে নেমেছে। জানাজায় রবিবার বিকেলর দিকে মাইকে প্রচার করে ভারতীয় জনতা পার্টির ফাউনডেশনের নামে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে আদিবাসী সম্প্রদায়ের কাছ থেকে ফর্ম পূরণের জন্য ১০০ টাকা ও ফটোর জন্য আরও অতিরিক্ত ২০ টাকা আদায় করছিল অভিযুক্তরা। সেই সঙ্গে গ্ৰামবাসীদের কাছ থেকে আধার সহ আরও বেশ কিছু নথি সংগ্রহ করে তারা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্ৰামবাসীদের সন্দেহ হলে তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় গ্ৰামবাসীরা।  খবর দেওয়া হয় ২০ নাম্বার বিজেপির অঞ্চল সভাপতি কার্তিক পাহানকে। তাদের সাথে কথা বললে তাদের কথাবার্তায় অসংগতি দেখে যায়। কারন কেন্দ্র সরকার এমন কোন প্রকল্প চালু করে নি আদিবাসী সম্প্রদায়ের মানূষদের কাছে। এই ফর্ম ফিলাপের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উজালা প্রকল্পের গ্যাস, সরকারি পলেথিন, রান্না ঘড় সহ বেশ কিছু প্রকল্পের নাম করে এই ফর্ম ফিলাপ করছিল অভিযুক্তরা বলে জানান ২০ নাম্বার বিজেপির অঞ্চল সভাপতি কার্তিক পাহান । অপরদিকে টোটো চালকের ভাই বিশ্বনাথ বর্মন জানান, তার দাদার কাছ থেকে টোটো ভাড়া করেছিল তারা। টোটতে করে মাইক বাজিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে ১২০ টাকা করে নিয়ে ফর্ম ফিলাপ করছিল। এর চেয়ে বেশি তার কিছুই জানা নেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *