January 12, 2025

সবচেয়ে পাতলা কনডম তৈরির রেকর্ড

1 min read

বিশ্বের সবচেয়ে পাতলা জন্ম নিরোধক ‘কনডম’ তৈরি করেছে চীনা একটি কোম্পানি। কনডমটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সম্প্রতি স্থান পেয়েছে। কোম্পানিটির দাবি, তাদের উৎপাদিত কনডম স্রেফ ০.০৩৬ মিলিমিটার পুরু।


‘গুয়াংঝু ড্যামিং ইউনাইটেড রবার প্রডাক্টস’ নামের এক চীনা কোম্পানি পণ্যটি উৎপাদন করেছে। কনডমটির নাম দেওয়া হয়েছে ‘এওএনআই’। এতদিন সবচেয়ে পাতলা নিরোধ তৈরির রেকর্ডটি ছিল জাপানের ওকামোটো কোম্পানির। তাদের তৈরি কনডমটির পুরুত্ব ছিল ০.০৩৮ মিলিমিটার।

গিনেস বুক’র চীনা শাখার ব্যবস্থাপক চার্লস হোয়ার্টন জানিয়েছেন, কনডম তৈরির ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড। কোম্পানিটির জেনারেল ম্যানেজার ভিক্টর চান জানিয়েছেন, প্রতিবছর তারা ২০০ কোটি কনডম উৎপাদন করেন। এর বেশিরভাগই দেশীয় বাজারে বিক্রি হয়। এ ছাড়া বিদেশেও তাদের উৎপাদিত এই পণ্য রপ্তানি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *