লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির রাজনৈতিক তৎপরতাও গাণিতিক হারে বাড়ছে
1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)21শে জুন :-লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির রাজনৈতিক তৎপরতাও গাণিতিক হারে বাড়ছে l
আজ বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির বিশেষ আমন্ত্রিত যুব প্রতিনিধিদের নিয়ে সভাঅনুষ্ঠিত হলো বালুরঘাটে বিজেপি কার্যালয়ে।পঞ্চায়েত নির্বাচন শেষ হবার পর দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক অঙ্গন যেন শুধু বিজেপি কেন্দ্রিক l বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতারা বালুরঘাট লোকসভাকে পাখির চোখ করে এগোচ্ছে বলে মনেকরছে রাজনৈতিক বিশ্লেষকরা l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজকের এই বিশেষ সম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার ,বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার ,যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত ও অন্যান্যরা l রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক শিবিরে মূল দল ও যুব সংগঠনের যেরকম দৈরথ দেখা যাচ্ছে তার ঠিক উল্টো সুর দক্ষিণ দিনাজপুর জেলায় l শুভেন্দু বাবু ও অভিষেকের বোঝাপড়া বিজেপি শিবিরে রানের গতি বাড়িয়ে তুলেছে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজকে তপন জেডপি-১২ এর দাড়ালহাট থেকে ৬৫ জন যুব প্রতিনিধিমূলক ভাবে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগাদান করল বলে জানান অভিষেক সেনগুপ্ত l”সম্পর্ক সে সমর্থন” কার্যক্রমের অঙ্গ হিসাবে আজকে বালুরঘাটে যুব মোর্চার রাজ্য সভাপতি কয়েকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকরেন l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যে গতিতে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে ,আগামীদিনে লোকসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির সমানে সমানে টক্কর হবে বলে মনে করছেন জেলার রাজনীতি সচেতন মানুষজন l সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী আগামী কয়েকদিন বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের আগমনে আলাদা গতি পেতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি l বিশেষ সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 30শে জুন কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থক ও জেলার একাধিক কংগ্রেস নেতা বিজেপিতে যোগদান করতে চলেছে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});