কালিয়াগঞ্জ মা বয়রা কালি মন্দির কমিটির উদ্যোগে বিদ্যালয়ের দুস্থ ছাত্র ছাত্রীদের অর্থ প্রদান
1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর,–রবিবার বিকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মা বয়রা কালি পূজা কমিটির উদ্যোগে২৭জন দুস্থ ছাত্র ছাত্রীদের মধ্যে প্রত্যেক কে ৫০০টাকা নগদ,খাতা পত্র ও পেন দেওয়া হয়।অনুষ্ঠানে মা বয়রা কালি পূজা কমিটির যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র বলেন তারা তাদের মন্দির কমিটির পক্ষ থেকে এই ধরনের সাহায্য বিগত কয়েক বছর ধরেই তাদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে সকলের সহযোগিতায় এই সামাজিক অনুষ্ঠানটি করে আসছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা বয়রা কালি পূজা কমিটির সকল সম্মানীয় সদস্যগন।বিদ্যালয়ের কচিকাঁচারা এই আর্থিক সাহায্য পেয়ে তারা প্রচন্ড খুশি বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});