January 12, 2025

রাস্তা নির্মানকে কেন্দ্র করে তৃনমূল বিজেপি সংঘর্ষে উত্তাল

1 min read

রাস্তা
নির্মানকে কেন্দ্র করে তৃনমূল বিজেপি
সংঘর্ষে উত্তাল হয়ে উঠল
উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার
মুকডুমি গ্রাম সংঘর্ষে
আহত ১৫ জনএর মধ্যে তৃনমূলের
১১ জন কর্মী সমর্থক আহতদের
প্রথমে চোপড়া দলুয়া প্রাথমিক
স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এদের
মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক
হওয়ায় তাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ
মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর
করা হয়েছে ঘটনাস্থলে
চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


চোপড়া
ব্লকের মুকডুমি গ্রামে প্রধানমন্ত্রী গ্রামীন
সড়ক যোজনার একটি রাস্তা
কদিন ধরে বৃষ্টিতে জলমগ্ন
হয়েছিল সাধারন
মানুষের চলাচলের সুবিধার জন্য স্থানীয় চোপড়া
গ্রামপঞ্চায়েত থেকে রাস্তায় বেডমিশালি
পাথর ফেলার কাজ শুরু
করলে বিজেপির কর্মী সমর্থকেরা বাধা
দেয় এনিয়ে
দুপক্ষের মধ্যে বিবাদ বাধে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

স্থানীয়
তৃনমূল নেতা হাসান কামাল
জানার অভিযোগ যে, বিজেপি
নেতা শাইন আখতারের নেতৃত্বে
বিজেপির কর্মীরা ধারালো অস্ত্র, বাঁশ
লাঠি নিয়ে তাদের উপর
আক্রমন করে বিজেপির
হামলায় তৃনমূল কংগ্রেসের ১১
জন গুরুতর আহত হয় যদিও
বিজেপি তাদের উপর আনা
অভিযোগ অস্বীকার করেছে জেলার
পুলিশ সুপার জানিয়েছেন, রাস্তা
নির্মান নিয়ে একটি ঘটনা
ঘটেছে, ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ
পৌঁছেছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *