চরম কর্মী সঙ্কটে ধুঁকছে রাজ্যের সবকটি গ্রন্থাগার
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুব্রত সাহা ঃ- চরম কর্মী সঙ্কটে ধুঁকছে রাজ্যের সবকটি গ্রন্থাগার। রাজ্যের ২৪৮০ টি গ্রন্থাগারের মধ্যে ৩০০ টি বন্ধ। ৩২০০ পদ শূন্য পরে রয়েছে দীর্ঘদিন ধরে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কর্নজোরায় জেলাশাসকের দপ্তরের বিবেকানন্দ হলে এক রিভিউ মিটিংএ যোগ দিতে এসে স্বীকার করে নিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। দপ্তরের এই চরম কর্মী সঙ্কট নিয়ে তার আশ্বাস স্থায়ী নয় চুক্তিভিত্তিক ৩২০০ শুন্যপদ পুরন করতে চলেছে রাজ্য সরকার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মালদা, উত্তর ও দক্ষিন দিনাজপুর এই তিন জেলার জেলাশাসক, সভাধিপতি ও গ্রন্থাগার আধিকারিকদের নিয়ে রায়গঞ্জ কর্নজোড়ায় বিবেকানন্দ সভাগৃহে গ্রন্থাগার বিভাগের কাজকর্ম নিয়ে রিভিউ মিটিং করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। রাজ্যের গ্রন্থাগারগুলিতে কর্মী সঙ্কট প্রসঙ্গে মন্ত্রী বলেন রাজ্যের গ্রন্থাগার বিভাগে ৩২০০ শূন্যপদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে প্রয়োজনীয় ফাইলপত্র পাঠানো হয়েছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন গ্রন্থাগারগুলিতে পাঠক সংখ্যা বৃদ্ধি ঘটানোর লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। যারমধ্যে রয়েছে বাতানুকূল পাঠগৃহ, আধুনিক শৌচাগার, শিশুদের জন্য চিল্ড্রেনস কর্নার ও সর্বোপরি গ্রন্থাগারকে ডিজিটাল ব্যাবস্থার আওতায় আনার ব্যাবস্থা গ্রহন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});