January 12, 2025

35 টি শিশুকে পাচারকারীর হাত থেকে উদ্ধার করলো D.Y.F.I

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মুতাহার কামাল:ইসলামপুরঃ-পাচারকারী হাত থেকে  35 টি শিশুকে উদ্ধার করা হলো ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে।ঘটনাস্থল থেকে পুলিশ তিনজন অপহরণকারীকে আটক করেছে।যে সকল শিশুদের পাচার করা হচ্ছিল সমস্ত শিশুদের  বয়স ছিল সাত(৭) বছর এর নিচে।এদিন রাত্রি ৯টা নাগাদ,dyfi কিছু কর্মী সমর্থক পার্টির কিছু কাজ করার সময় ইসলামপুর বাসস্ট্যান্ডে লক্ষ করলে দেখতে পাই কিছুসংখ্যক শিশুকে বাসে তোলা হচ্ছে, সন্দেহজনক হলে তারা এগিয়ে গিয়ে দেখাহয় যে সমস্ত শিশুদের জোর-জবস্তি বাসে তোলা হচ্ছে পুরো ঘটনা সন্দেহজনক অবস্থায় আসলে DYFI সহকর্মীরা তাদের উপরে চড়াও হয় এবং সেখান থেকে   কিছু অপহরণকারী ঘটনাস্থল পালিয়ে যায় এদের মধ্যে 3 জনকে  থেকে আটক করা হয় ,এরপর খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। থানার আইসি এসে সমস্ত শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়, এরপরে সমস্ত শিশুকে নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে। জানা গেছে এই সমস্ত শিশুদের বাড়ি চোপড়া থানা এবং রামগঞ্জ  সংলগ্ন এলাকার।DYFI কর্মী নীল বারোই এর অভিযোগে জানাই এই সমস্ত কর্মকান্ডের পিছনে হাত রয়েছে তৃণমূলের কিছু নেতাকর্মীর। কারণ রাজ্যে পাচারকারী দিন বা দিন বেড়েই চলেছে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *