ফের উত্তপ্ত পাঁড়ুই
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফের উত্তপ্ত পাঁড়ুই। পাঁড়ুয়ে তৃনমূল নেতাকে লক্ষ্য করে গুলি, বোমা। পাঁড়ুয়ের সাত্তোর তৃনমূল অঞ্চল সদস্যকে লক্ষ্য করে বোমা ছোড়ে দূস্কৃতিরা। সেখ উইসুফ সাত্তোরের শিমূলিয়া বাড়ি ফিরছিলেন। সেই সময় জনা কয়েক দূস্কৃতি তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে। সেখানেই লুটিয়ে তৃনমূল নেতা। পরপর বেশকয়েকটি বোমার শব্দে ছুটে আসে গ্রামবাসীরা। চম্পট দেয় দূস্কৃতিরা। স্থানীয় লোকজন বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আহত তৃনমূল নেতাকে। অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পাঁড়ুই থানার পুলিশ। এলা
কায় ব্যাপক উত্তেজনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});