উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে হুল দিবস পালন করা হল
1 min read
প্রদীপ সিনহা :- সারা দেশের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে হুল দিবস পালন করা হল উৎসাহতা উদ্দিপনার মধ্যদিয়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আদিবাসী হুল দিবস পালন হল জেলার করণদিঘী ব্লক আলতাপুর হাই স্কুল মাঠে। এদিন অনুষ্ঠানের পরিচালনায় অনগ্যসর সম্পাদায় কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর। অনুষ্ঠান পরিচালনায় আলতাপুর আদিবাসী সোস্যাইল বায়ার ক্লাব।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা, বিডিও ওয়াদিং গ্যালপো ভুটিয়া , মন্ত্রী গোলাম রব্বানী , বিধায়ক মনোদেব সিংহা , জেলা পরিষদ বিপাসা দাস সিংহা , অনুষ্ঠান পরিচালনায় স্যমুয়েল মাডি , এদিন হুল দিবসকে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের অয়োজন করা হয়। বিশেষ আকর্ষন হিসাবে ছিল ফুটবল খেলা। এদিন সব ধরনের অনুষ্ঠান দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});