উত্তর দিনাজপুর জেলায় ব্লক তৃনমূল স্তরে সাংঘটনিক রদবদল শিগ্রই । প্রথম র্টাগেট কি কালিয়াগঞ্জ ?
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবারের পঞ্চায়েত নির্বাচনে আগে সমস্ত জেলায় তৃনমূল নেতৃত্বদদের
কাছে আহব্বান করেছিল বিরোধী শুন্য
পঞ্চায়েত উপহার দিতে।সেই মোতাবেক সব
জেলার সঙ্গে উত্তর দিনাজপুর
জেলাও প্রায় বিরোধী শুন্য
উপহার দিয়েছে রাজ্যের মূখ্যমন্ত্রীর
কাছে উত্তর দিনাজপুর জেলার
তৃনমূল নেতৃত্ব। তবে
কিছু কিছু জায়গায় বিজেপি
কিছুটা থাবা বসায় লোকসভা
নিবার্চনের আগে জেলা তৃনমূল
নেতৃত্বকে যথেষ্ট চিন্তায় ফেলে
দিয়েছে।তাই
এখন থেকে উত্তর দিনাজপুর
জেলা তৃনমূলের ক্যাপ্টেন তথা জেলা সভাপতি
অমল আচার্য্য জেলার শহর থেকে
ব্লক সংঘটনকে আরো চাঙ্গা করে
তুলতে নতুন করে ঢেলে
সাজানোর চিন্তা ভাবনা করতে
শুরু করে দিয়েছেন।এক সাক্ষাৎকারে জেলা
তৃনমূলের সভাপতি অমল আচার্য্য
বলেন,তৃনমূল কংগ্রেস দলে
কেউ যদি মনে করে
দলের পদে থেকে কোন
কাজ না করে শুধু
বসে থাকবে তাহলে ভুল
করবে।তাই
এবার থেকে ব্লক থেকে
শহর নেতৃত্বদের পারফরমেন্স বিচার করা হবে।কে
কেমন কাজ করছে পদে
থেকে।অমল
আচার্য্য বলেন এবারের পঞ্চায়েত
নির্বাচনে দল খুব ই
ভালো ফল করেছে তবে
বিজেপি কিছু কিছু ব্লকে
যে ভাবে থাবা বসিয়েছে
সেটা খুব ই চিন্তার
বিষয়।
যে সমস্ত ব্লকে বিজেপির
বারবারান্ত হয়েছে
সে সমস্ত ব্লকে নেতৃত্বদের
কাছে কৈফত তরব করা
হয়েছে কেন সেখানে আশানুরুপ
ফল হয়নি। অমল
বাবু বলেন কিছু ব্লকের
নেতৃবিন্দরা সঠিক ভাবে দলের
প্রার্থী বাছাতে পারেন নি
ফলে আশানুরুপ ফল হয় নি।তবে
এবার আর নয় সামনে
লোকসভা নির্বাচন তাই
দলের সাংঘটনিক শক্তিকে আরো মজবুত করতে
নতুন করে জেলা জুরে
কিছু রদবদল হতে চলেছে
খুব শিগ্রহ। কারন
অনেক ব্লকের নেতৃত্বরা আছেন
যারা এবার জেলা পরিষদ
থেকে পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়েছেন তারা
যাতে এবার জেলা পরিষদ
ও পঞ্চায়েত সমিতিতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের দিকে বেশী
মন দেয় সেজন্য তাদের
দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে
ওই জায়গায় নতুন মুখ
আনা হবে।তবে
তিনি বলেন ব্লক স্তরের
রদবদল যা হবে সবটাই
গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা
পরিষদের বোড গঠন হওয়ার পর।এদিকে
বিশ্বস্ত সূত্রে জানা যায়
যে ব্লকের নাম সবার
নজরে আছে সেটা হল
জেলার কালিয়াগঞ্জ ব্লক। কারন
জেলা পরিষধের একটি মাত্র আসনে
যে বিজেপি জয়ী হয়েছে
সেটা কালিয়াগঞ্জ থেকে।
আর
এই ব্লক পঞ্চায়েত সমিতি
ও গ্রামপঞ্চায়েত সব টাতেই আশানরুপ
ফল দেখাতে পারেনি জেলা
নেতৃত্বর কাছে কালিয়াগঞ্জ ব্লক
তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। তাই
সবার নজর এই ব্লকের
দিকে।কারন
এখানে নতুন করে শহরের
সংঘটনকে সাজাতে যেমন জেলার
ক্যাপ্টেন অমল আচার্য্য যেমন
তরুন তুর্কি নেতা কাতিক পাল কে
দায়িত্ব দিয়েছেন প্রাক্তন কালিয়াগঞ্জ টাউন তৃনমূলের সভাপতি
জয়ন্ত সাহাকে সরিয়ে।তেমন ই তৃনমূলের
কর্মি থেকে সমর্থকরা বলছেন
শহরের মত কালিয়াগঞ্জ ব্লকের
তৃনমূলও নতুন কাউকে আনা
হোক যায় গ্রহন যোগ্যতা
জনমানসে আছে।তবে
এই পদে যার নাম
সবার মুখে মুখে আলোচিত
হচ্ছে তিনি
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই
বৈশ্য তাই
অনেকেই ঠাট্রা করে বলছে
প্রশাসনিক পদের পর এবার
দলীয় পদেও সেই নিতাই
কার্তিক এর যুগলবন্দীতে উন্নয়ন
এক্সপেসে ভাষতে চলছে কালিয়াগঞ্জ
শহর থেকে গ্রাম? এখন শুধুমাত্র সময়ের
অপেক্ষা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});