January 12, 2025

-দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে চালু হয়েছে অবৈতনিক শিক্ষা দান কেন্দ্র

1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট ও কুমারগঞ্জ )6ই জুলাই:-দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে চালু হয়েছে   অবৈতনিক শিক্ষা দান কেন্দ্র l যার নাম দেয়া হয়েছে শিশু শিক্ষা নিকেতন l এই জনকল্যাণকর কর্মসূচি ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে খুদে পড়ুয়া  থেকে অভিভাবক সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মূলত সিভিক ভলান্টিয়ার মেয়েদের কে এই শিক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে l জেলার কুমারগঞ্জ থানার ময়মনসিংহ কলোনি গ্রামের একটি ক্লাবে ও বালুরঘাট থানার নাজিরপুরে এমন স্কুল চালু হয়েছে l কুমারগঞ্জে ছাত্র সংখ্যা কয়েকদিনের মধ্যেই 30 অতিক্রম করেছে এবং নাজিরপুরে সেই সংখ্যা 45 ছুঁয়েছে l প্রত্যহ সোম বার থেকে শুক্র বার সকাল আট টা থেকে সকাল দশ টা পর্যন্ত চলছে এই অভিনব বিদ্যালয় গুলি l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *