স্টুডেন্ট হেলথ হোমের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম ও কালিয়াগঞ্জ ব্লকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রকে সংবর্ধনা
1 min readস্টুডেন্ট হেলথ হোমের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম ও কালিয়াগঞ্জ ব্লকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রকে সংবর্ধনা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ মে: সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তরঙ্গপুর এন কে উচ্চ বিদ্যালয়ের ছাত্র ৪৮৮ নম্বর পেয়ে
রাজ্যে নবম স্থান অধিকারী প্রীতম্বর বর্মনকে তার ভেউর গ্রামের বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানানো হয় যেমন, তেমনি কালিয়াগঞ্জ ব্লকের ছাত্র ও ছাত্রীদের মধ্যে ৬৭৬ নম্বর পেয়ে প্রথম হওয়ায় সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র তীর্থঙ্ক বোসকে তার বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।সম্বর্ধনা দেন কালিয়াগঞ্জ স্টুডেন্ট হোমের আঞ্চলিক কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা,সংস্থার সম্পাদক রঞ্জন কুমার মোদক,শিক্ষক অভিজিৎ সরকার এবং শিক্ষক নির্মল দাস।