পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে কালিয়াগঞ্জ শহরে বায়ু এবং শব্দ দূষণ ডিসপ্লে বোর্ড বসানো হল
1 min readপশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে কালিয়াগঞ্জ শহরে বায়ু এবং শব্দ দূষণ ডিসপ্লে বোর্ড বসানো হল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২মে:পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের দুই প্রান্তে বায়ু দূষণ ও শব্দ দুষন মাত্রা পরিমাপক এলইডি ডিসপ্লে বোর্ড বসানো হল।জানা যায় যার একটি বসানো হয়েছে কালিয়াগঞ্জ শহরের জনবহুল এলাকা সুকান্ত মোড়ে অপরটি কালিয়াগঞ্জ ব্লক অফিস প্রাঙ্গণে।রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এযার এন্ড নয়েজ মনিটরিং যন্ত্র বাতাসে ধূলিকণার পরিমাণ,আদ্রতা শব্দের মাত্রা ও এলাকার তাপমাত্রার পরিমাপ করছে।
এলইডি ডিসপ্লে বোর্ডের মাধ্যমে রাতদিন সেই তথ্য তুলে ধরা হচ্ছে সাধারন মানুষের স্বার্থে। কলকাতা বড় শহরের মতই ধাপে ধাপে কালিয়াগঞ্জ শহরের মত পৌর শহরেও বসানো হচ্ছে।এই ব্যাবস্থার ফলে কালিয়াগঞ্জ পৌর শহরের মানুষও জানতে পারবে তার শহরের বায়ু ও শব্দ দূষণের হার কত পরিমাণ? কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন রাজ্য দূষণ নি়য়ন্ত্রণ পর্ষদের এই উদ্যোগকে কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। যদিও কালিয়াগঞ্জ শহরের বিশিষ্ট বুদ্ধিজীবী বলেই পরিচিত ড:কাঞ্চন দে বলেন রাজ্য দূষণ নিয়ত্রন পর্ষদ শহরের মানুষের উপকারের জন্য বসালেও এটা কতদিন সুরক্ষিত থাকবে সেটা হলফ করে কেও বলতে পারবেনা বলেই তিনি মনে করেন।