কালিয়াগঞ্জ পৌর সভা অপরিকল্পিত ভাবে একটি রঙ্গমঞ্চ করার উদ্যোগ নিলেও বর্তমানে সেটি অকেজো
1 min readকালিয়াগঞ্জ পৌর সভা অপরিকল্পিত ভাবে একটি রঙ্গমঞ্চ করার উদ্যোগ নিলেও বর্তমানে সেটি অকেজো
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১মে: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র হাসপাতাল পাড়ায় কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে কোটি টাকার উর্ধ্বে ব্যয় করে একটি রঙ্গমঞ্চ নির্মাণ করা শুরু করলেও ১৫ বছরের বেশি সময় ধরে সেটি অর্ধনির্মিত অবস্থায় রাখা হয়েছে।দীর্ঘ দিন পর কালিয়াগঞ্জ পৌর সভা জানতে পেরেছে পৌর সভার উদ্যোগে যে সাংস্কৃতিক রঙ্গ মঞ্চটি নির্মাণ করা হচ্ছিল সেটির কাজ ছিল অত্যন্ত নিম্ন মানের।ফলে এই রঙ্গ মঞ্চটির নির্মাণ কাজ নুতন করে আর যাতে না হয় সে ব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভার নির্দেশে তা বন্ধ করে রাখা হয়েছে।কোটি টাকার উপরে খরচ করার পর কিভাবে এত বড় একটি বিল্ডিংয়ের কাজ নিম্ব মানের বলে ধরা পরে সে ব্যাপারে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহাকে প্রশ্ন করলে তিনি বলেন এই নির্মাণ কাজটি করা হচ্ছিল কংগ্রেস পরিচালিত পৌর সভার আমলে।সেই সময় কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা ছিলেন প্রয়াত পৌর পিতা অরুণ দে সরকার(শংকর)।পরবর্তীতে কালিয়াগঞ্জ পৌর সভা তৃণমূলের দখলে চলে এলেও পৌর সভার উদ্যোগে অর্ধ নির্মিত নিম্নমানের রঙ্গ মঞ্চটি নুতন করে নির্মাণের কোন চিন্তা ভাবনা তৃণমূলের পৌর সভা করেনি।
বর্তমানে কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র হাসপাতাল পাড়ায় এই অর্ধনমিত রঙ্গ মঞ্চটি সন্ধ্যার পর যেন মদ মাতালদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে।অর্ধনির্মিত ভবনটির দ্বিতল, ত্রিতলের বিশাল জায়গা জুড়ে যত রকমের খারাপ কাজ আছে তার সবকিছুই এই বিশাল অর্ধ নির্মিত ভবনে হলেও প্রশাসনের নেই কোন হেলদোল।কালিয়াগঞ্জ শহরের বিশিষ্ট মানুষ জনেদের দাবি এই অর্ধনমিত ভবনটি হয় ভেঙে ফেলে দেওয়া হোক নয়তো ভবনটিকে অন্য কোন কাজে ব্যবহার করার মত কিছু করা হোক অবিলম্বে।কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজককে এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন এই ব্যাপারে প্রশ্ন করে খুব ভালো করেছেন।ঈশ্বর বাবু বলেন পৌর সভার উদ্যোগে যে নির্মাণ কাজ চলছিল তার সয়েল টেস্টে ধরা পড়েছে এই নির্মাণ কাজ নিয়মানুসারে করা হয়নি।তাই একে অবৈধ ঘোষণা করা হয়েছে।তবে যেটুকু কাজ হয়েছে তাতে আইনজ্ঞদের সাথে কথা বলে এই ঘর গুলো না ভেঙে সেখানে যদি হালকা ধরনের কোন কাজ করা যায় তাহলে খুব একটা মন্দ হয়না বলে তিনি মনে করেন।তবে তিনি কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহার সাথে আগামী সোমবার একটা আলোচনা করে দেখবেন বলে উপ পৌর পিতা ঈশ্বর রজক জানান।