October 11, 2024

জনগনের যাতায়াত করার জন্য ফুটপাথ করে দিলেও অধিকাংশ ব্যবসায়ীরা ফুট পাথ দখল করে জমিয়ে ব্যাবসা করছে পথচারীদের অসুবিধা করে

1 min read

জনগনের যাতায়াত করার জন্য ফুটপাথ করে দিলেও অধিকাংশ ব্যবসায়ীরা ফুট পাথ দখল করে জমিয়ে ব্যাবসা করছে পথচারীদের অসুবিধা করে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১মে: কথায় আছে চোরা না শোনে ধর্মের কথা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সাধারন মানুষদের শহরের মধ্য দিয়ে পথ চলার ব্যাবস্থা যতই করে দিক কালিয়াগঞ্জ শহরের এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা প্রস্তুত হয়ে থাকে সেই পথ চারীদের ফুট পাথ কি ভাবে দখল করে নেওয়া যায়। সম্প্রতি কালিয়াগঞ্জ পৌর সভা শহরের বুক চিরে যাওয়া রায়গঞ্জ_বালুরঘাট রাজ্য সড়ক সেই প্রনবানন্দ বিদ্যালয় থেকে গুদরি বাজার মোড় পর্যন্ত রাস্তা বিশাল চওড়া করে থাকলেও আজও নেই রাস্তার দুই পাশ দিয়ে মানুষের যাতায়াতের ফুটপাথ।ফুটপাথ যখনি করা হয় ঠিক মুহূর্তের মধ্যে কতিপয় ব্যবসায়ীরা সেটা হাইজ্যাক করে নেবার মত নিয়ে থাকে।ফলে হামেশাই কালিয়াগঞ্জ শহরে পথ দুর্ঘটনার মত ঘটনা হামেশাই ঘটতে থাকে।ফুট পাথ ছাড়া পথ চারীরা যাতায়াত করতে গিয়ে যা ঘটার তাই ঘটে থাকে।প্রশাসনের তথা কালিয়াগঞ্জ পৌর সভা সব কিছু দেখে শুনেও স্পিকটি নট।

কালিয়াগঞ্জ পৌর সভা পথ চরীদের কোন রকম স্বার্থ না দেখে শুধুই ব্যবসায়ীদের স্বার্থ দেখছেন কেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহাকে প্রশ্ন করলে তিনি বলেন পথ চারিদের সুবিধার্থেই আমরা রাস্তা চওড়া করে থাকি ব্যবসায়ীদের জন্য মোটেও নয়। কিন্তূ পথ চারিদের অসুবিধা করে ব্যবসায়ীরা ফুট পাথ বার বার দখল করে নিচ্ছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এটা বার বার চলতে পারেনা।আমরা রাস্তা চওড়া করব ফুট পাথ করে দেব আর কালিয়াগঞ্জের ব্যবসায়ীরা তাদের ব্যবসা করবার জন্য দোকানের সামনের ফুটপাথ দখল করে সারি দিয়ে বাইক রেখে ব্যাবসা করবেন এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না।কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শান্তনু দেব গুপ্ত এবং সভাপতি প্রকাশ কুন্ডু বলেন কালিয়াগঞ্জ পৌর সভা নাগরিকদের স্বার্থের কথা ভেবে অবিলম্বে “ফুটপাথ মুক্ত” রেখে আমাদের কাজ করতে হবে।তাই শীগ্রই একটি আলোচনা চক্রের আয়োজন করা যায় পৌর সভা সে ব্যাপারে পদক্ষেপ নিক।কালিয়াগঞ্জ শহরের বিশিষ্ট ব্যক্তি রাজু মুন্দ্রা বলেন কালিয়াগঞ্জ শহর এখন প্রকৃত শহরের রূপ নিতে চলেছে তাই ব্যবসায়ীদেরও পৌর সভার সাথে সহ যোগিতা করার প্রয়োজন রয়েছে।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক সুনীল সাহা বলেন আমার ব্যবসায়ীরা অবশ্যই পৌর সভার সাথে সহযোগিতা করব পথচারিদের যাতায়াতের ব্যাপারে।কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ও সি সুপ্রিয় বসাক বলেন পৌর সভার উচিৎ রাজ্য সড়কের দুই ধারে রেলিং লাগিয়ে দিয়ে নুতন করে ফুটপাথ করলে তবেই কালিয়াগঞ্জ পৌর শহরে ফুটপাথ সমস্যার সমাধান সম্ভব বলেই তার মনে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *