December 21, 2024

উত্তর দিনাজপুরের পাট চাষীরা পাট চাষে আগ্রহ হারিয়ে ভুট্টা চাষে বেশি ঝুঁকতে চলেছে

1 min read

উত্তর দিনাজপুরের পাট চাষীরা পাট চাষে আগ্রহ হারিয়ে ভুট্টা চাষে বেশি ঝুঁকতে চলেছে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ মে: উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ কমে যাবার ফলে পাট চাষীরা পাট চাষ বিদায় দিয়ে ভুট্টা চাষের দিকে বেশি বেশি করে ঝুঁকছে।আগ্রহ হারাচ্ছে উত্তর দিনাজপুর জেলার পাট চাষীরা। পাট চাষীদের বক্তব্য উত্তর দিনাজপুর জেলায় পাট উৎপাদন বেশী পরিমাণে হলেও পাট পচানো জলের সমস্যা প্রকট ভাবে দেখা যায়। এই ধরনের কারনে চাষীরা পাট চাষ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে বলে জানা যায়।উত্তর দিনাজপুর জেলার উপ কৃষি অধিকর্তা সফিকুল আলম সাংবাদিকদের

 

 

এক প্রশ্নের উত্তরে জানান গত বছর উত্তর দিনাজপুর জেলার মোট পাট চাষ হয়েছিল ২৮ হাজার হেক্টর জমিতে।কিন্তু পাট পচানো বর সমস্যা হবার ফলে এবার ক্ষুব্ধ হয়েই চাষীরা পাট চাষ কম করেছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা যায়।জানা যায় উত্তর দিনাজপুর জেলার পাট চাষীরা ১০হাজার হেক্টর জমিতে পাটের চাষ কম করে এবার ১৮ হাজার হেক্টর জমিতে পাট চাষ করেছে।পাট চাষী আমিনুর ইসলাম বলেন পাটের ফলন ভালো হলেও পাট পচাতে গিয়ে পাট চাষীদের হিমসিম খাবার ফলেই বাধ্য হয়েই পাট চাষ বন্ধ করে দিচ্ছে। এক বছরের মধ্যে দশ হাজার হেক্টর পাটের চাষ কম হয়েছে পাট চাষের পক্ষে ভালো নয়।পরিবর্তে ভুট্টা চাষের দিকে বেশি বেশি করে নজর দিচ্ছি বলে আমিনুর ইসলাম জানান।তিনি বলেন ভুট্টার ফসলের কোন ঝামেলা নাই।তাছাড়া দামও ভালো পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *