ভারত বাংলাদেশ সীমান্তের চক শিবাবন্দপুরের টাঙ্গন নদীর উপর আজও পাকা সেতুর অভাব বাঁশের মাচাই ভরসা গ্রাম বাসীদের
1 min readভারত বাংলাদেশ সীমান্তের চক শিবাবন্দপুরের টাঙ্গন নদীর উপর আজও পাকা সেতুর অভাব বাঁশের মাচাই ভরসা গ্রাম বাসীদের
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৯মে:ভোট আসে ভোট যায় তেমনি প্রতিশ্রুতি দুইহাত ভরে দিলেও ভোটের পরেই সেটা উধাও হয়ে যায়।চক শিবানন্দপুরের বাঁশের মাচাং যেমন কুড়ি বছর আগেও যেমন ছিল আজও সেই একই আছে।শুধু মাঝে মাঝে একটু পাল্টিয়ে নিতে হয়। টাঙ্গন নদীর উপর এই সেতু নির্মাণের জন্য কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় যেমন ২০২১ সালের বিধান সভা নির্বাচনের পূর্বেও যেমন বিরাট প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল ঠিক তেমনি বিধায়ক পদে জয়ী হবার পর লোক দেখানো মাপা জোকার কাজও বিধায়ক সৌমেন রায় করেছিলেন।
কিন্তু কাজের কাজ লবঘণ্টা। প্রতিবছর এই টাঙ্গন নদীর উপর পাকা সেতু নির্মাণের জন্য গ্রাম বাসীরা কতবার ডেপুটেশন,বিক্ষোভ,ভোট বয়কটের মত কতই না কিছু করা হলেও গ্রাম বাসীরা যথারীতি ভোট দিলেও বাঁশের ভাঙ্গা মাচাং এর উপর দিয়ে য়েই তাদের যাতায়াতের একমাত্র রাস্তা।শুধু বিধায়ক কেন জেলা পরিষদের নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে তৃণমূল তিন তিনটা আসন পেলেও নেই কোন রকম হেলদোল।বৃহস্পতিবার রাধিকাপুর এলাকার তৃণমূলের জেলা পরিষদ সদস্য রাম দেব সাহানিকে চক শিবানন্দপুর এলাকায় টাঙ্গন নদীর উপর সেতু নির্মাণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমি জেতার পর জেলা পরিষদের সভায় এই সেতু নির্মাণের ব্যাপারটি তুললেও কোন কাজ আজ পর্যন্ত করা যায়নি।তবে সেতুটি নির্মাণের যৌক্তিকতা আছে । বেশ কয়েকটি গ্রামের মানুষ এই সেতু না হবার কারনে তাদের সমস্যার মধ্যে প্রতি বর্ষায় পড়তে হয় এটা সত্যি ঘটনা।