চকশিবানন্দপুর গ্রামে কুসংস্কারের ভয়ে ভিত গ্রাম বাসীদের মধ্য সাহস যোগানো কে কেন্দ্র করে আলোচনা চক্র
1 min readচকশিবানন্দপুর গ্রামে কুসংস্কারের ভয়ে ভিত গ্রাম বাসীদের মধ্য সাহস যোগানো কে কেন্দ্র করে আলোচনা চক্র
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭ মে:বর্তমান যুগে কুসংস্কারকে টিকিয়ে রাখার অর্থ যুগের সাথে তাল মিলিয়ে না চলা।এই কুসংস্কারের কারনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের চকশিবা নন্দপুর গ্রামের মানুষজন অকারণে ভীত হয়ে পড়ায় প্রশাসনের পক্ষ থেকে তাদের মধ্য মঙ্গলবার গ্রামবাসীদের মধ্যে সাহস যোগানোর একটি সভা অনুষ্ঠিত হয়।খবর নিয়ে জানা যায় চকশিবানন্দপুর গ্রামে এক বছরের মধ্যে ছয়টি আত্নহত্যার ঘটনায় প্রাণ চলে যায়।এর ফলে গ্রাম বাসীদের মধ্যে কুসংস্কারের মত ঘটনা বৃদ্ধি পেতে থাকে।গ্রাম বাসীদের মনে দৃঢ় ধারনা জন্মে এই গ্রামে কুসংস্কার এর উপর ভর করে অপদেবতা ঢুকে পড়েছে। ফলে গ্রামের মানুষজন ভিত সন্ত্রস্ত হয়ে সন্ধ্যে ৬ টা বাজতে না বাজতেই প্রত্যেকে বাড়িতে ঢুকে পড়ে বেশ কিছুদিন ধরে।
এই ধরনের কুসংস্কার গ্রামের মানুষদের মধ্যে থেকে দুর করতে কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জী ঘটনা স্থলে গিয়ে বলেন গ্রামে বিভিন্ন ভাবে মানুষের প্রাণ চলে যাওয়া মানে এর পেছনে কোন কিছু কাজ করছে এই ধ্যান ধারনা মনের মধ্যে থেকে মুছে ফেলতে হবে।মানুষই এই কুসংস্কারের সৃষ্টিকর্তা।তাই মনে সাহস আনলে কুসংস্কার বলে কিছু থাকবেনা বলে জানান।তিনি বলেন আমরা প্রতিনিয়ত এই গ্রামের উপর বিশেষ ভাবে নজর রাখবো বলে জানান।উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য বলেন আমরা শাসক তৃণমূল দলের পক্ষ থেকে আপনাদের গ্রামে পালা করে করে রাতে আসবো আপনাদের গ্রামের মানুষদের সাহস জোগাতে।সেখানে আপনাদের সহযোগিতা প্রয়োজন।উপস্থিত ছিলেন জেলা পরিষদের অপর সদস্য রামদেব সাহানি।এই সভায় গ্রামের প্রচুর মানুষ উপস্থিত হয়ে কুসংস্কার বিরোধী বক্তব্য শুনে কুসংস্কারকে গ্রাম থেকে উচ্ছেদ করবার প্রতিজ্ঞা নেয়।