জমি মাফিয়ারাজ বন্ধ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
1 min read
এনজেপি ও ভক্তিনগর এলাকায় জমি মাফিয়ারাজ বন্ধ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সোমবার উত্তরকন্যায় ভক্তিনগর থানার আইসি ও এনজেপি থানা ওসিকে জমি মাফিয়ারাজ ও জমি দখল বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত বহুদিন ধরেই এনজেপি ও ভক্তিনগর এলাকায় জমি নিয়ে নানা ঝামেলা লেগেই রয়েছে। জমি দখলে নাম জড়িয়েছে বহু প্রভাবশালীর। এমনকি শাসক দলের বেশকিছু নেতার নামও জড়িয়েছে। এদিন সেবিষয়ে মুখ্যমন্ত্রী পুলিস আধিকারিকদের বলেন, জমি মাফিয়াদের জমি দখল মানবনা। যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বাধা দিন,গ্রেফতার করুন। জমি দখল আটকাতেই হবে
।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});