January 12, 2025

ডিসেম্বরে কোলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ক‍্যারাটে বিশ্বকাপ:

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কৌশিক ঘোষ,কোলকাতা: এবছরের ডিসেম্বর মাসের ২৯,৩০ডিসেম্বর কোলকাতার একটি নামী ইন্ডোর স্টেডিয়ামে স্পোর্টস ক‍্যারাটে অ্যসোশিয়েশান ওফ ইন্ডিয়া  এর উদ‍্যোগে প্রথম বারের জন‍্য অনুষ্ঠিত হতে চলেছে ক‍্যারাটে বিশ্বকাপ।এই উপলক্ষে সংগঠনের সভাপতি বুধ নারায়ণ যাদব সাংবাদিক দের মুখোমুখি হয়ে ক‍্যারাটে বিশ্বকাপ নিয়ে নানা তথ‍্য জানালেন । এই ক‍্যারাটে বিশ্বকাপে ইংল‍্যান্ড,জার্মানি,জিম্বাবোয়ে, দক্ষিন আফ্রিকা, জাপান,কোরিয়া, সহ বিশ্বের ১০০ টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহন করবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ জন করে প্রতিনিধি রা এই ক‍্যারাটে বিশ্বকাপে যোগ দেবে। পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ‍্য থেকেও প্রচুর প্রতিনিধি এই কোলকাতায় অনুষ্ঠিত ক‍্যারাটে বিশ্বকাপে অংশগ্রহন করবে। এর আগে স্পোর্টস ক‍্যারাটে অ্যসোশিয়েশান অফ ইন্ডিয়া এর উদ‍্যোগে ন‍্যাশানাল, এশিয়ান, সাউথ এশিয়ান, ক‍্যারাটে প্রতিযোগিতার  মধ্যে দিয়ে চূড়ান্ত প্রতিযোগিদের বাছাই করা হয়েছে। গ্রামবাঙলার প্রান্তিক স্তর থেকে উপযুক্ত প্রতিযোগিদের বাছাই করে এনে বিশ্বকাপের মত বড় আসরে সুযোগ করে দিয়েছেন এই ক‍্যারাটে সংগঠন। যেসব প্রতিযোগি অর্থিক কারনে বা অন্যান্য প্রতিবন্ধকতার কারনে  ক‍্যারাটে প্রতিযোগিতা সুযোগ ও সাফল‍্য পায়নি  স্পোর্টস ক‍্যারাটে অ্যসোশিয়েশান অফ ইন্ডিয়া তাদের এই সুযোগ করে দিয়েছে বলে জানান সংগঠনের সভাপতি  ৮ডান ব্ল‍্যাকবেল্ট বুধ নারায়ন যাদব। এর আগে ক‍্যারাটে চ‍্যাম্পিয়ানশিপ ও টুর্নামেন্ট হলেও এর প্রথম ক‍্যারাটে বিশ্বকাপের আসর বসতে চলছে কোলকাতায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *