মালদায় একটাও পঞ্চায়েত গঠন করতে পারবে না বিজেপি বললেন শুভেন্ধু অধিকারী
1 min read২১ সে জুলাইয়ের প্রস্তুতি সভা হিসেবে বুধবার এক বিশাল জনসমাবেশের আয়োজন করেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব।মালদা শহরের বৃন্ধবনী ময়দানে সভার আয়োজন করা হয়।সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জেলা পর্যবেক্ষক শুভেন্ধু অধিকারী।এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্ব।ছিলেন নিহার রঞ্জন ঘোষ,দুলাল সরকার,সাবিত্রী মিত্র,কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,অম্লান ভাদুরী সহ একঝাঁক নেতৃত্ব।
মঞ্চে প্রাঙ্গনে এসেই প্রথমে শহীদ স্মরণে মাল্যদান ও দলীয় পতাকা উত্তোলন করেন শুভেন্ধু বাবু।তারপরই শুভেন্ধু বাবুকে জেলা নেতৃত্ব বরণ করেন।মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুভেন্ধু অধিকারী বলেন,”পঞ্চায়েত নির্বাচনে মালদায় তৃণমূল খুব ভালো ফল করেছে।২১ সে জুলাই মালদা থেকে প্রথম অংশ দখল করুক আমি চাই।কয়েকদিন আগে পঞ্চায়েতের পর্যালোচনা সভায় বলেছিলাম,কংগ্রেসের প্রথম সারির নেতারা তৃণমূলে যোগ দেবে শুধু সময়ের অপেক্ষা।তারপরই কংগ্রেসের এক বর্ষীয়ান নেতাকে দল বদলের প্রশ্ন করতেই সাংবাদিকদের তারা করতে দেখলাম।আমি নাম বলতে চাই না।হয়তো সবাইকে নিয়েই সংসারটা বাড়াতে হবে।আগামী ২১ তারিখ মালদা জেলারও কংগ্রেসের প্রথম সারির জনপ্রতিনিধিদের কোনো কোনো উইকেট পড়বে।আপনারা নিশ্চিত ভাবে জেনে রাখুন।শুভেন্ধু অধিকারী যা বলে ভেবে বলে,আর যেটা বলে তা করে দেখানোর চেষ্টা করে।এবারে টার্গেট ভারতীয় জনতা পার্টি।বিজেপি একটাও পঞ্চায়েত গঠন করতে পারবে না।গণতান্তিক ভাবে মালদার সমস্ত পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করবে।বিজেপি মেম্বাররা আমার কাছেই বসে আছে”।সাথে শুভেন্ধু বাবু সকল কর্মীকে ২১ সে জুলাইয়ের ধর্মতলার সভায় দলে দলে যোগ দিয়ে সফল করার বার্তা দেন।