রায়গঞ্জ আসনটি পুনরায় বিজেপি উদ্ধারের লক্ষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাল্টা প্রচার হিসাবে বিজেপি প্রার্থী কার্তিক পাল মহিলাদের নিয়ে ঝর তুললেন
1 min readরায়গঞ্জ আসনটি পুনরায় বিজেপি উদ্ধারের লক্ষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাল্টা প্রচার হিসাবে বিজেপি প্রার্থী কার্তিক পাল মহিলাদের নিয়ে ঝর তুললেন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২ এপ্রিল: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল যখন লক্ষীর ভান্ডার সরকারি যোজনা নিয়ে ব্যাপক প্রচার করছে তখন বিজেপি তার পাল্টা কৌশল হিসেবে জেলার মহিলা মোর্চা এবং ব্লক স্তরের নেত্রীদের নিয়ে বিশাল বৈঠক করে বিজেপি নেতৃত্ব ঝর তুললো।সেই বৈঠকে তৃণমূলের লক্ষীর ভান্ডার প্রকল্পের পাল্টা হিসাবে উজ্ব লা গ্যাস যোজনা এবং কেন্দ্রীয় সরকারের রেশনের ফ্রি খাদ্য সামগ্রীর প্রচারের উপর ব্যাপক জোড় দেবার
নির্দেশ মহিলা নেত্রীদের দেওয়া হয়।রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল মহিলাদের উদ্দেশ্যে বলেন মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে উজ্বলা গ্যাসের প্রচারের সাথে সাথে মোদি সরকারের বিনা পয়সায় খাদ্য সামগ্রী যোজনা নিয়ে গ্রামে গ্রামে মহিলা মোর্চার সদস্যদের গিয়ে গ্রামের গৃহ বধুদের সচেতন করতে হবে।বিজেপি প্রার্থী কার্তিক পাল বলেন বাইরে তৃণমূলের কিছু বিপ্লবীরা প্রচার করে বলছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে নাকি লক্ষীর ভান্ডার বলে কিছু থাকবেনা।কার্তিক পাল বলেন এসব লোককে ভুল বোঝানো হচ্ছে।তিনি বলেন লোকসভার ভোটের সাথে রাজ্য সরকারের প্রকল্পের কোন সম্পর্ক নেই।আসলে যতই নির্বাচনের দিন কাছে আসছে তৃণমূল হারতে চলেছে বুঝতে পেরে পাগলের প্রলাপ বকতে শুরু করে দিয়েছে।উত্তে দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার বলেন তৃণমূলের মত একটি রাজনৈতিক দলকে রাজ্যের মানুষ আর এক মিনিটের জন্য রাখতে চায়না। মানুষ মুখিয়ে আছে ২৬ শে এপ্রিল ভোট দেবার জন্য।বিজেপি প্রার্থী কার্তিক পাল বলেন আগামী ৪ঠা জুন পুনরায় রায়গঞ্জের আসনট বিগত বছরের তুলনায় অনেক বেশি ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে নরেন্দ্র মোদিকে উপহার দেব এ ব্যাপারে আমি নিশ্চিত।