কালিয়াগঞ্জে তৃণমূল দল থেকে ক্ষোভে ঘৃণায় মজলিশপুর এলাকার শতাধিক মহিলার বিজেপিতে যোগদান
1 min readকালিয়াগঞ্জে তৃণমূল দল থেকে ক্ষোভে ঘৃণায় মজলিশপুর এলাকার শতাধিক মহিলার বিজেপিতে যোগদান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২এপ্রিল:দুয়ারে সমাগত লোকসভার ভোট।বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এই কাঠফাটা রোদ্দুরকে মাথায় নিয়ে ভোট ভিক্ষায় ব্যস্ত।তখন নির্বাচক মন্ডলী দের কিছু কিছু মানুষ কোন দল মানুষের উপকার করবে,কোন রাজনৈতিক দল বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যাবস্থা করবে এসব চিন্তা ভাবনা করে নির্বাচক মন্ডলীরাও দল বদলু রাজনৈতিক দলের নেতাদের মত দল বদল করছে।গত কাল রাতে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকার শতাধিক মহিলারা তৃণমূল দল
থেকে বিজেপি দলে যোগদান করে বলে জানা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন মহিলা জানান যে দলে মহিলাদের ইজ্জত নেই,যে দলে বেকার শিক্ষিত যুবকরা যোগ্যতা থেকেও টাকা ছাড়া চাকরি হয়না সেই দলে আমাদের সন্মান বিকিয়ে দিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য দল করতে হবে? এমন দল করার চেয়ে ঘরে বসে সংসারের কাজ কর্ম করা অনেক ভালো বলেই আমরা মনে করি।মহিলারা বলেন একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও যিনি এসবকে প্রশ্রয় দিয়ে থাকে সেই দলে কোন মহিলাদের থাকা উচিত নয় বলেই তারা মনে করেন। উপস্থিত ছিলেন কালিয়া গঞ্জের বিশিষ্ট বিজেপি নেতা সন্তোষ বেঙ্গানী সহ মহিলা মোর্চার নেত্রীরা।