কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে এসে বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বললেন শুধু জল খান আর হাসুন ।চাপ নেবেন না।শরীর ভালো থাকবে ……
1 min readকালিয়াগঞ্জ প্রেস ক্লাবে এসে বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বললেন শুধু জল খান আর হাসুন ।চাপ নেবেন না।শরীর ভালো থাকবে ……
তন্ময় চক্রবর্তী একেতেই প্রচন্ড গরম। তার উপর চলছে ভোট উৎসব। আর এই ভোট উৎসবে ভোটের ময়দানে কোন রাজনৈতিক দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কে প্রতিনিধিত্ব করবে? দিল্লির সংসদে সেই নিয়ে চলছে প্রতিটি লোকসভা কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কাঠফাটা রোড কে উপেক্ষা করে রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিদিনই বের হতে হচ্ছে ১ গ্রাম থেকে অপর গ্রাম আবার কখনো শহরের অলিগলি কেউ। তাই এই সময় শরীরকে ঠিক রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার।
এরই মাঝে আজ কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে এসে এই গরমের সময় নিজেকে সুস্থ রাখার ভোকাল টনিক দিলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী।এত বেশি চাপ নিতে হবে না প্রচারে গিয়ে শুধুই হাসুন আর জল খান বারে বারে আজ কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে এসে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা আসরে বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে এমন কথাই বললেন তৃণমূল কংগ্রেস পার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলে যে ভাবে গরম পড়েছে তাতে এমনটা ছাড়া কোন উপায় নেই । বেশি চাপ নিলে শরীর খারাপ হবে তাই শুধু হাসা উচিত। শুধু হাসা উচিত। তিনি বলেন জল খান আর হাসেন। কৃষ্ণ কল্যাণী বলেন তিনি এর আগেও বিধানসভা নির্বাচনের সময় পরিশ্রম করেছিলেন। পঞ্চায়েত নির্বাচনেও একই রকম ভাবে প্রচার করেছিলাম। পায়ে হেঁটে দৈনিক কুড়ি কিলোমিটার আমি হাঁটতাম। এখনো আমি সভা ছাড়া রোড শো করছি তা বাদেও বিভিন্ন ওয়ার্ড গুলিতে আমি প্রায় পনেরো থেকে কুড়ি কিমি পায়ে হাঁটছি । সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। আজকে যখন আমি প্রার্থী হয়েছি তখন সাধারণ জনসাধারণ যাতে দেখতে পারে যাতে প্রার্থী টা কে ? সেই জন্য আমার একমাত্র উদ্দেশ্য আমি যত বেশি লোকের কাছে পৌঁছাব তত লোকে আমায় চিনতে পারবে. নিজের কথা যাতে বলতে পারে সেটাই আমার প্রয়াস।