চোপড়ায় পালন করা হল অরন্য সপ্তাহ
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুতাহার কামালঃ- চোপড়ায় পালন করা হল অরন্য সপ্তাহ।১২ জুলাইঃ অরন্য সপ্তাহ উপলক্ষ্যে চোপড়া গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ” Block Plantation at School” প্রোজেক্টের মাধ্যমে স্থানীয় দীঘী কোলনী শিশু শিক্ষা কেন্দ্র ময়দানে রোপন করা হল কয়েকশো চারা গাছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া ব্লকের ভারপ্রাপ্ত B.D.O. শ্রী বিজয় মোকতান মহাশয় ও চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহঃ হানিফ , সদস্য জিয়ায়ুর রহমান, মহম্মদ আলাউদ্দিন , শরৎ হালদার এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিক ও কর্মীবৃন্দ। এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় জনসাধারনের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});