কালিয়াগঞ্জ শহরের ১৩ নম্বর ওয়ার্ডে কার্তিক দত্ত লেনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
1 min readকালিয়াগঞ্জ শহরের ১৩ নম্বর ওয়ার্ডে কার্তিক দত্ত লেনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ এপ্রিল ভারতবর্ষ জুড়ে বিশ্বের বৃহত্তম ভোট উৎসবের দামাম বেজে গেছে।তাই অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গেও তার তাপ উত্তাপ শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের অত্যন্ত প্রেস্টিজিয়াস রায়গঞ্জ ৫নম্বর লোকসভা আসনের ভোটের দিন ধার্য্য হয়েছে দ্বিতীয় দফায় ২৬ শে এপ্রিল ২০২৪।সেই ভোট উৎসবের অঙ্গ হিসাবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধান সভার পৌর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের কার্তিক দত্ত লেনের মহেন্দ্রগঞ্জ ফোয়ারা মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন হয় শুক্রবার সন্ধ্যায়।
তৃণমূলের নির্বাচনী কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ।উদ্বোধনী অনুষ্ঠানে তপন দেব সিংহ বলেন পশ্চিমবঙ্গের মা মাটি সরকারের নেত্রী মমতা বন্দোপাধ্যায় এই রাজ্যের উন্নয়নকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে।তাই আসন্ন লোকসভা নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের নির্বাচক মণ্ডলী তারা দুহাত ভরে তাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী কে আশীর্বাদ করবেন বলেই তার বিশ্বাস।
কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌরপিতা তথা নির্বাচনী কার্যালয়ের গৃহকর্তা ঈশ্বর রজক তার বক্তব্যে বলেন সারা ভারত বর্ষে পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের সমস্ত প্রয়োজনীয় আর্থিক সুযোগ সুবিধা দিয়েছে।মহিলাদের প্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডার ৫০০থেকে ১০০০ এবং ১২০০টাকা করা হয়েছে।
যা প্রতিশ্রুতি অনুযায়ী এপ্রিল মাসেই প্রত্যেকের একাউন্টে ঢুকে গেছে।তাই একটাই আবেদন ১৩ নম্বর ওয়ার্ডের নির্বাচক মণ্ডলী প্রত্যেকেই তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দেবার জোরালো আবেদন জানান।বক্তব্য রাখেন মদন গোপাল কর্মকার,প্রসূন দত্ত।
উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুজিত সরকার,তৃণমূলের কালিয়াগঞ্জ শহর কমিটির সভাপতি রাজীব সাহা সহ বেশ কিছু তৃণমূল নেতৃত্ব।
সভায় মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মত ছিল।