বৃহস্পতিবার বিরঘই এলাকায় আট থেকে আশিদের মাঝে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল ঝর তুললেন
1 min readবৃহস্পতিবার বিরঘই এলাকায় আট থেকে আশিদের মাঝে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল ঝর তুললেন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৪ এপ্রিল:ভোট বর বালাই।তাই ভোটের খোঁজে বিজেপির রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট প্রার্থী তরুণ তুর্কি নেতা কার্তিক পাল সকাল থেকে রায়গঞ্জ ব্লকের বীরঘই অঞ্চলের বিভিন্ন এলাকায় আট থেকে আশি সবার সাথে মিলিত হয়ে ভোটে ঝর তুললো।গ্রামের মহিলারা বিজেপির প্রার্থী তরুণ নেতা কার্তিক পালকে শঙ্খ উলুধ্বনির মধ্য দিয়ে বরণ করে নেন। কার্তিক পাল পোয়ালতোর, পার্ধা,বুড়িরহাট মহাদেবপুর রুপাহারে রোডশো করে।
পরে বড়ুয়া অঞ্চলের গোয়াল পারা কদমতলা কাশিবাটি রায়পুর কানাইপুর এলাকার যেখানেই কার্তিক পাল সেখানেই প্রচুর মানুষের ভীর দেখা যায়। কার্তিক পাল রোডশো এর মধ্যেই বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা দেবার সাথে সাথে গ্রামের মহিলা ভোটারদের কাছে বলেন আপনাদের ঘরের তরুণ কর্মঠ যুবকটিকে আশীর্বাদ করবেন যাতে আপনাদের জন্য প্রচুর কাজ করতে পারে।কার্তিক পাল এর পর কালিয়াগঞ্জ ব্লকের কুনোর সাহেবঘটা,সহ বিভিং গ্রামে গিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল বলেন আপনারা ভারত মাতাকে শক্তিশালী করতে বিশ্বের শ্রেষ্ট প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে পুনরায় তৃতীয় বারের জন্য প্রধান মন্ত্রী করতে পদ্মফুলে আপনাদের আশীর্বাদ আমরা চাইতে এসেছি।আমরা নিশ্চিত রাজ্যের দুর্নীতিগ্রস্থ সরকারকে রুখতে এবং শক্তিশালী দেশ বানাতে আপনাদের আশীর্বাদ আমাদের সাথেই থাকবে।