যুব সমাজকে আর্থিক সাবলম্বী হবার দিশা দেখানোর উদ্দেশ্যে পুলিশি উদ্যোগে শুরু হলো মোটর ড্রাইভিং ট্রেনিং
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/>
কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)12ই জুলাই : -যুব সমাজকে আর্থিক সাবলম্বী হবার দিশা দেখানোর উদ্দেশ্যে পুলিশি উদ্যোগে শুরু হলো মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল l দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ মানেই এক সামাজিক দায়বদ্ধতা l সে ভয়াল বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়ে নিরন্তর লড়াই হোক বা স্কুল ছুট ও গরিব মানুষের সন্তানদের অন্ধ গলিতে শিশুশ্রমিকের কাজ থেকে নিষ্কৃতি দিয়ে স্বাভাবিক পঠন পাঠন এর মাধ্যমে সুনাগরিক গড়ে তোলার প্রশ্নেই হোক দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ মানুষের সমাজ জীবনে এক চলমান পরিবর্তন ও উন্নয়নের দাগ কেটে চলেছে l গত কয়েকদিনের মধ্যেই এমন কিছু উদ্যোগ পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে যাতে গর্বিত দক্ষিণ দিনাজপুর জেলা বাসি l গতকাল বালুরঘাটের নালন্দা বিদ্যাপীঠে আনুষ্ঠানিক ভাবে চালু হলো “সুকন্যা” নামক নতুন এক উদ্যোগ ,মূলত মহিলাদের সশক্তিকরণ এর উদ্দেশ্য নিয়ে জেলা পুলিশ এই প্রশিক্ষণ ছাত্রীদের বিনামূল্যে দেবার ব্যবস্থা করে l ঠিক এক সপ্তাহ পূর্বে দক্ষিণ দিনাজপুর জেলায় পুলিশি উদ্দ্যোগে চালু হয়েছে “শিক্ষা নিকেতন” নামক বিশেষ বিদ্যালয়ের l মূলত উচ্চ শিক্ষিত সিভিক ভলেন্টিয়ার বোনেরা দুস্থ ও গরিব শিশুদের শিশুশ্রমিক হবার হাত থেকে বাঁচিয়ে স্বাভাবিক জীবন গড়ে তোলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ l ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে এই অভিনব উদ্যোগ l আজ নতুন সংস্করণ হলো বালুরঘাটে পুলিশি উদ্যোগে মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল এর শুভ উদ্বোধন l আজ বৈকালে পুলিশ লাইনে বালুরঘাটের সাংসদ শ্রীমতি অর্পিতা ঘোষ সবুজ পতাকা নাড়িয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন l এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী প্রসূন বন্দোপাধ্যায় l আট জন যুবক কে নিয়ে এক মাসের এই প্রশিক্ষণ শিবির চলবে এবং পরবর্তীতে আরো নতুন নতুন যুবকদের প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে l এপ্রসঙ্গে জেলা পুলিশ সুপার শ্রী প্রসূন বন্দোপাধ্যায় জানান-“মূলত বেকার যুব সমাজকে কর্মমুখী করে তোলার এটি একটি প্রয়াস মাত্র l আমরা পুলিশের পক্ষ থেকে যুবকদের ড্রাইভিং শিখিয়ে লাইসেন্স পাবার ব্যবস্থা করে দেব এবং তাদের একটি ডাটা আমাদের কাছে থাকবে l কোনো সাধারণ মানুষ প্রাইভেট গাড়ি চালানোর ড্রাইভার লাগলে পুলিশের সাথে যোগাযোগ করলেই তারা নির্ভরযোগ্য ড্রাইভার পেয়ে যাবেন l এতে একদিকে যেমন বেকার সমস্যা ঘুচবে অপরদিকে তেমনি পুলিশের খাতায় রেকর্ডভুক্ত ড্রাইভার মানে বিশ্বাস যোগ্যতাটা দ্বিগুন l”