January 12, 2025

বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আগাম তৎপরতা দক্ষিণ দিনাজপুরে

1 min read
কমল কুমার বিশ্বাস(বংশীহারি)13ই জুলাই :-দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকে মধ্য রামকৃষ্ণপুর গ্রাম উন্নয়ন সমিতি ও দক্ষিণ দিনাজপুর AIG এর ব্যবস্থাপনায় বিপর্যয় ব্যবস্থাপনা বিষয়ে স্বেচ্ছা সেবকদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো আজ lদক্ষিণ দিনাজপুরের অন্যতম নদী আত্রেয়ী,টাঙ্গন ও পুনর্ভবা বর্ষার আগমনে ইতিমধ্যেই নিজের অস্তিত্বের জানান দিতে শুরু করেছে l গত বছরের বিধ্বংসী বন্যার দগদগে ক্ষত এখনো নাড়িয়ে তোলে দক্ষিণ দিনাজপুর জেলা বাসীকে l সেই অভিজ্ঞতাকে পুঁজি  করে আগাম প্রস্তুতিতে নেমেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বাদ নেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংস্থা l কয়েকদিন পূর্বেই বন্যার আগাম প্রস্তুতি ও সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের লক্ষে দিশারী সংকল্প নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করেছিল এক আলোচনা চক্রের l জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় ,অতিরিক্ত জেলাশাসক কৃত্তিবাস নায়েকের মতো প্রশাসনিক করতে ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই আলোচনা চক্র l তদপরবর্তীতে  দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সাহাপুকুরে সাব ডিভিশনাল  লেভেল ডিসাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছিল  l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী দেবদত্ত চক্রবর্তী, ডিস্ট্রিক্ট ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার শ্রী  সন্দীপ বিশ্বাস,সাব-ডিভিশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার শ্রী সঞ্জয় মৌলিক, কুমারগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর চন্দন ব্যানার্জি,কুমারগঞ্জ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ক্ষেমসুন্দর মন্ডল,ব্লক ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার মানিষ সরকার, EOMEE আব্দুর রশিদ মিয়া,মধ্য রামকৃষ্ণপুর গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক  মিজানুর রহমান,চাইল্ড লাইনএর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুরোজ দাস ও অন্যান্যরা l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আজ গঙ্গারামপুরে সাব-ডিভিশনাল  লেভেল ভলেন্টিয়ার্স ট্রেনিং ডিসাস্টার ম্যানেজমেন্টের ওপর বংশীহারি  ব্লক এর মিটিংহল l উপস্থিত ছিলেন বংশীহারি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শুভদীপ দাস,বালুরঘাট জেলা আদালতের সম্মানীয় বিচারক ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস এইডের সম্পাদক  শ্রী সৌমেন্দ্র নাথ রায়, ডিস্ট্রিক্ট ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার  সন্দীপ বিশ্বাস, সাব ডিভিশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার প্রিয় রঞ্জন সাহা,প্রটেকশান অফিসার তরুণ  কুমার সামন্ত,বংশীহারি থানার সাব ইন্সপেক্টার গনেশ হালদার,ডিস্ট্রিক্ট IAG কো-অর্ডিনেটর মিজানুর রহমান,চাইল্ড লাইনের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুরোজ দাস,বংশীহারি ব্লক ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার  স্বপন কুমার দেব,অনুপ কুমার দাস,সি.আই  পিনাকী সান্যাল প্রমুখ l  এপ্রসঙ্গে মিজানুর রহমান জানান মূলত গতবারের বীভৎস বন্যা আমাদের শিখিয়েছে united we stand,divided we fall.তিনি বলেন গত বছর এমন প্রাকৃতিক বিপর্যয় কেও আমরা দক্ষিণ দিনাজপুর জেলা বাসি একজোট  হয়ে লড়াই করেছি ,তবুও আকস্মিক ভাবে আমরা প্রথম দিকে পরিকল্পনা ও প্রস্তুতির  অভাবে কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছিলাম l তাই গতবারের ত্রুটি থেকে শিক্ষা নিয়ে পুরো পরিকল্পনা অনুযায়ী এবার আমরা জেলা প্রশাসন ও নাগরিক সমাজ আগাম প্রস্তুতি নিয়ে রাখছি l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *