January 12, 2025

চাকুরি দেওয়ার নাম করে প্রতারণা

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সুব্রত সাহা ঃ- রায়গঞ্জ চাকুরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশবৃহস্পতিবার রাতেশহরের একটি লজ থেকে অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ ওই পাঁচজনকে গ্রেফতার করেপুলিশ সূত্রে জানা গেছে,আপনা স্বপনা নামে একটিমাইক্রো ফিনান্স কোম্পানি বৃহস্পতিবার এজেন্ট নিয়োগ করার জন্য শহরের একটি লজে ১০০ জনের ইন্টারভিউ নেয় এরপর বাছাইপর্বের শেষেনির্বাচিত ১৯ জনের থেকে ২১০০ টাকা জমা নেন অভিযুক্তরাঅভিযোগকারী যুবক মহম্মদ ছোট মিঞা বলেন, মহিলাদের আড়াই লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে। এবং এজেন্টদের মারফৎ ঋণ দেওয়ার আগেই দুই শতাংশ হারে পাঁচ হাজার টাকা করে কোম্পানির ঘরে জমা করার নির্দেশ দেওয়া হয়। এরপরেই সন্দেহ হয় নিয়োগপত্র পাওয়া ছোট মিঞার। রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হলে রাতেই তাঁরা পাঁচজনকে ওই লজ থেকে গ্রেফতার করে। এদিকে ওই কোম্পানির কোনও অস্তিত্ব নেই বলেই জানা গেছে। ধৃত পাঁচজনের নাম কলকা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার যাদবপুরের রোহিত কুমার দাস, বোলপুরের রাতুল কুমার পাল, মালদার মানস কুমার গুপ্তা, বাবু বক্সি ও মোবারক হোসেন। এদের বিরুদ্ধে ৪০৬, ৪০৯,৪২০,৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করেছে আজ  ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *