January 12, 2025

বাইক চালকদের হাতে এসি হেলমেট তুলে দেওয়া হল

1 min read

 নানা বিধ কর্মসূচী নেওয়া হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প রাজ্যে শুরু হয়ে যাওয়ার পরেই । সরকারি এবং বেসরকারিভাবে এই কর্মসূচীর মধ্য দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বেশ কয়েক শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাইক চালকদের কাছে হেলমেট পড়া নিয়ে এখনও একটা সমস্যা রয়েছে। গরমে ফুল হেল্পমেট অনেকেই পড়তে চান না। ফলে দূর্ঘটনাতে হাফ হেলমেট মানুষের প্রাণ সংশয়ে ফেলে দেয়। সেই কারণেই হায়দ্রাবাদের একটি স্টার্ট আপ কোম্পানি এবার বাইক চালকদের জন্য বানিয়েছে এসি হেলমেট।
 এটি কেবল মাত্র একটি মিনি কম্প্রেসার মেশিন যুক্ত ছোট্ট একটি এসি। যা একটি বেল্ট দিয়ে ফুলমাস্ক হেলমেটের সঙ্গে আটকানো থাকে। এর ফলে হেলমেটের সামনের কাঁচ নামানো থাকলে ভিতরে প্রবল ঠান্ডা হয়ে যায়। আর তখন হেলমেট পড়তে সমস্যা হবে না বাইক চালকদের। সেই কারণে হিডকোর পক্ষ থেকে এই হেলমেট ওই সংস্থার কাছ থাকে পাইলট প্রজেক্ট হিসাবে নেওয়া হয়েছে। আজ বিকেলে ইকোপার্কের চার নম্বর গেটের কাছে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে চার জন বাইক চালককে ওই এসি হেলমেট দেওয়া হয়। তাদের কাছ থেকে আগামী ৭ দিনের একটি রিপোর্ট সংগ্রহ করা হবে। পরে সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়ে স্টার্ট আপ কোম্পানির কাছে। রিপোর্টে যদি কোনও সমস্যা দেখা যায় তাহলে ওই এসি হেলমেট বদল করা হবে বলেই জানানো হয়েছে। এই স্টার্ট আপ কোম্পানির নাম হল ব্লু স্ন্যাপ। তাদের কাস্টমার রিলেশনের প্রধান হ্যারি প্রভাকর এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, “এই হেলমেট একটি রিচার্জেবেল ব্যাটারি, একটি কম্প্রেসার  এবং একটি ফিল্টার দেওয়া আছে। সবার আগে এই মেশিনের মধ্যে মাত্র ৬৫ মিলিলিটার জল দিতে হবে। তারপরে সেই এসিটির সুইচ অন করলেই ঠান্ডা হাওয়া হেলমেটে ছড়িয়ে পড়বে। ফলে প্রবল গরমেও হেলমেট পড়তে সমস্যা হবে না। এখনও পর্যন্ত সারা দেশের ২০০০ মানুষ এই এসি মেশিন দেওয়া হেলমেট পড়েছেন। তারা এর থেকে অনেক উপকার পেয়েছেন।” এবারে পরিক্ষামূলক ভাবে এই এসি হেলমেটকে নিউটাউন থেকে চালু করা হলো যদি সফলতা পাওয়া যায় তাহলে আগামী দিনে এই এসি হেলমেট ব্যবহারের জন্যও প্রচার চালানো হবে। এই বিষয়ে হিডকোর চেয়ারম্যান দেবাশিষ সেন জানিয়েছেন, “আমরা এই এসি হেলমেটকে পরিক্ষামূলকভাবে শুরু করলাম। ৭ দিন পরে ব্যবহারকারিদের কাছ থেকে রিপোর্ট নিয়ে তবেই আগামী দিনের পরিকল্পনা করা হবে।” জানা গিয়েছে এই এসি হেলমেটের দাম নির্ধারিত করা হয়েছে মাত্র ২০০০ টাকা। একবার চার্জে সাড়ে দশ ঘন্টা এসি চালানো সম্ভব হবে বলেই দাবি করা হয়েছে প্রস্তুতকারি সংস্থার পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *