কোচবিহার ও রথের উৎসবে ধরে টান পড়ল
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কোচবিহার :কোচবিহার ও রথের উৎসবে ধরে টান পড়ল। কোচবিহারের আট নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় আজ ইসকনের রথের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজকে শহর পরিক্রমা করে শেষে কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়ায় সেখানে সমাপ্তি হয়। আট দিন ধরে ইসকন পরিচালিত এই মেলা অনুষ্ঠিত হবে। পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে মেলাতে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই মেলাতে সরকারি-বেসরকারি বিভিন্ন স্টল অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে আজ ইসকন পরিচালিত এই রথ উৎসবে খুশি এলাকাবাসী। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি জানিয়েছেন, প্রতি বছর তিনি এই রথের শুভ সূচনা করেন আজও এই রথের শুভ সূচনা করতে পেরে তিনি নিজেকে গরবিত বোধ করেন। উৎসবের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যাতে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয় এই প্রার্থনা তিনি করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});