January 12, 2025

কালী মন্দির সংলগ্ন বাজার এলাকায় আগুন

1 min read
কমল কুমার বিশ্বাস( বালুরঘাট)15ই জুলাই:-বালুরঘাটের বুড়ি কালী মন্দির সংলগ্ন বাজার এলাকায় একটি দোকানে আগুন l  আজ বেলা 12 টা নাগাদ বালুরঘাট এর ব্যস্ততম বাজার এলাকায় একটি মিষ্টির দোকানে আগুন লাগে l ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসে দম কলের দুটি ইঞ্জিন l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 দমকল কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন l প্রতক্ষদর্শীদের মতে বালুরঘাটের নিউ মার্কেট এলাকায় ওই মিষ্টির দোকানের দোতলায় সম্ভবত মিষ্টান্ন তৈরির কারখানায় আগুন লাগে l দমকল কর্মীরা খুব দ্রুত এসে দোকানটির দোতলার জানালা দিয়ে জল এর পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে l আশেপাশে প্রচুর বড়বড় দোকান পাষান দমকল কর্মীদের তৎপরতায় ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পায় l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *