এটিএম থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে যুবকের লুঠ
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশ্বজিৎ মণ্ডল ,মালদা : এটিএম থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে যুবকের লুঠ। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সর্বস্য লুট করে চম্পট ছিনতাইকারীরা।বাধা দিতে গিয়ে বন্দুকের বাটের আঘাতে গুরুতর জখম যুবক।ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়।আক্রান্ত যুবক বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।জানাগেছে,আক্রান্ত যুবকের নাম রহিম শেখ।ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকার বাসিন্দা।শনিবার রাতে যদুপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলেন রহিম।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার কাছের টাকা মিলিয়ে ৬০ হাজার টাকা ছিলো তার কাছে।ATM থেকে বেরিয়ে রহিম বাড়ির দিকে হাটতে শুরু করতেই ঘিরে ধরে ছিনতাইবাজের দল।আগ্নেয়াস্ত্রের আগলে বন্দি করে সর্বস্য লুট করে ছিনতাইবাজের দল।সেইসময় ছিনতাইয়ে বাধা দিতেই বন্ধুকের বাট দিয়ে রহিমের মাথায় আঘাত করে।৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।বর্তমানে আক্রান্ত যুবকের চিকিৎসা চলছে।এদিকে ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।