কেন্দ্রীয় সরকারের নানা জনবিরোধী নীতির প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাহুল রায়, পূর্ব বর্ধমান: পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের নানা জনবিরোধী নীতির প্রতিবাদে এবং ২১ শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলার সমাবেশে সফল করবার উদ্দেশ্যে আজ বিকেল ৪টে থেকে কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল শুরু হয় সিঙ্গী মোড় থেকে মেঝিয়ারী হাটতলা মিছিল শেষে হয় এই মিছিল কয়েক হাজার তৃনমূল কংগ্রেস কর্মী ও মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মীরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একি সাথে মেঝিয়ারী হটতলা একটি ২১ শে জুলাই উপলক্ষে একটি পথসভা করা হয় এই পথসভায় উপস্থিত ছিলেন প্রদেশ তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি বিধায়ক তথা পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি সুব্রত মজুমদার, কাটোয়া ২নংব্লক তৃনমূল কংগ্রেসের সভানেত্রী নিষাদ সামন্ত, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, গাজীপুর গ্ৰাম পঞ্চায়েতের উপ- প্রধান রাধারামণ প্রামাণিক, তৃনমূল কংগ্রেসের নেতা পিন্টু মন্ডল ও সুকেশ চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।