January 12, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা চলাকালীন মঞ্চের সামিয়ানা ভেঙে দুর্ঘটনায় আহত ২২, আহতদের মাথায় হাত তাঁর ভরসার বার্তা প্রধানমন্ত্রী

1 min read

সভা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  মঞ্চের সামিয়ানা ভেঙে দুর্ঘটনায় আহত ২২ জন বিজেপি সমর্থক ভর্তি হয়েছেন মেদিনীপুর হাসপাতালে। সভা শেষ করেই প্রধানমন্ত্রী ছুটে যান আহতদের দেখতে। তিনি মেদিনীপুর হাসপাতালে চিকিৎসকদের নির্দেশ দেন আহতদের শুশ্রুষার। তিনি হাসপাতালে ভর্তি সমর্থকদের সঙ্গেও কথা বলেন।তিনি বলেন, একটা দুর্ঘটনা ঘটেছে। ভয় পেলে হবে না। সাহস রাখতে হবে। সব কিছু ঠিক হয়ে যাবে। চিকিৎসকদের তিনি বলেন, আহতদের যথাসাধ্য চিকিৎসার ব্যবস্থা করতে। আর আহত সমর্থকদের বলেন, ভরসা রাখতে। তিনি পাশে থাকবেন তাঁদের। এদিন আহতদের মাথায় হাত তাঁর ভরসার বার্তা জানিয়ে যান।সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য চলাকালীন মেদিনীপুর শহরে কৃষক কল্যাণ সমাবেশে দুর্ঘটনা ঘটে। বৃষ্টির কারণে প্যান্ডেলের একটা অংশ ভেঙে পড়ে। এই অবস্থায় প্যান্ডেল চাপা পড়ে যান। অনেকেই সংজ্ঞা হারান। অনেকেই গুরুতর


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
 আহত হয়েছেন। আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছিল। ফলে কলেজিয়েট গ্রাউন্টে মাটি আলগা হয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্যান্ডেলের একাংশ।প্রধানমন্ত্রী মোদী বক্তব্য চলাকালীন তা দেখতে পেয়ে সাবধান করেছিলেন। প্যাল্ডেলে উঠতে বারবার নিষেধ করেছিলেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *