উত্তর দিনাজপুর জেলাকে নির্মল জেলা গড়ে তুলতে সপ্তাহ ব্যাপী সাফাই অভিযান
1 min read
রায়গঞ্জ ঃ- আমাদের চার পরিস্কার পরিচ্ছন্য রাখতে পারলে তালেই নির্মল বাংলায় গড়ে উঠবে পশ্চিমবঙ্গ আমাদের পরিচ্ছন্নতা আমাদের দায়িত্ব। । সেই কারনে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে নির্মল বাংলা প্রকল্প। সেই লক্ষ্যকে বস্তব রুপ দিতে উত্তর দিনাজপুর জেলাকে নির্মল জেলা গড়ে তুলতে সপ্তাহ ব্যাপী সাফাই অভিযান কর্মসূচী গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ। বৃহস্পতিবার জেলা পরিষদ চত্বরে সাফাই অভিযানে সামিল হন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, জেলা পরিষদের নির্বাহী আধিকারিক অশোক মোদক, জেলা পরিষদের সহ- সভাধিপতি পূর্ণেন্দু দে, ডিষ্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এর প্রোজেক্ট ডিরেক্টর সব্যসাচী রায় প্রমুখ। এই সাফাই কর্মসূচী চলবে আগামী সপ্তাহ জুড়ে। এদিন ঝাড়ু হাতে সাফাই অভিযানে সামিল হন জেলাশাসকও।
পাশাপাশি অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীও গ্রহণ করা হয় এদিন।এদিন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা জানা, নির্মল বাংলা প্রকল্পকে বাস্তবায়ীত করতে সপ্তাহ ব্যাপী সাফাই অভিযান কর্মসূচী গ্রহন করা হয়েছে।