আদালতের দ্বারস্থ
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশ্বজিৎ মণ্ডল,মালদা : OC এর ঘুষের প্রতিবাদ করায় থানার মধ্যেই নিগৃহীত হতে হয়েছিলো ASI পদের পুলিশ কর্মীকে।OC এর নেতৃত্বেই বেধরক মারধর করা হয় ওই প্রতিবাদী ASI কে।আর সেই ঘটনা জনসমেক্ষে আনতেই সাসপেন্ট হতে হলো ভূতনী থানার প্রতিবাদী ASI কে।বৃহস্পতিবার তড়িঘড়ি পুলিশ সুপারের স্বাক্ষর করা ওই প্রতিবাদী ASI কে সাসপেন্ট চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শেষমেষ জেলা আদালতের দ্বারস্থ হতে চলেছে ওই প্রতিবাদী ASI ।প্রসঙ্গত,মালদার ভূতনী থানার OC তরুণ সাহার বিরুদ্ধে ওই থানারই ASI নুরুল ইসলাম ঘুষ নেওয়ার অভিযোগ তুলেন।সেই কারণেই OC এর নেতৃত্বেই বেধরক মারধরের অভিযোগ তুলেন ওই ASI ।বেল্ট লাঠির মারধরে প্রতিবাদী ASI এর ঠাঁই হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।কিন্তু বৃস্পতিবারই ওই ASI এর হাতে ধরিয়ে দেওয়া হয় সাসপেন্ট চিঠি।শুক্রবার জেলা আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান প্রতিবাদী ASI নুরুল ইসলাম।এদিন তিনি জানান,”অন্যায়ের প্রতিবাদ করতেগিয়ে খাওয়ার বন্ধ ও মারধর চালায় বড়ো বাবু।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখন উল্টো আমাকেই সাসপেন্ট করলো।এ কি তদন্ত ,বৃস্পতিবার সন্ধ্যায় আমাকে সাসপেন্ট চিঠি ধরিয়ে দেয়।অন্যায় না করা সত্ত্বেও আমাকেই সাসপেন্ট,এখন কিছুই বুঝে উঠতে পারছি না।যারা আসল দোষী তাদের কিছুই হলো না,উল্টো আমারই এমতো হলো।আমি আদালতের দারস্থ হচ্ছি ন্যায় বিচারের আসায়”।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});