January 13, 2025

উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের নেতারা এখণ কলকাতায়

1 min read

    

তন্ময়  চক্রবত্তী ঃ– প্রতি  বছরের মত এই বছরও কলকাতার রাজ্যের শাসক দল তৃণমূল
কংগ্রেসের ডাকে ২১ জুলাই
, শহীদ
দিবস পালন করা হচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 রাজ্যের প্রতিটি জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ এই উপলক্ষ্যে
কলকাতায়

ইতিমধ্যে
 হাজির  হতে শুরু করেছেন



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিশাল বিশাল
মাপের মিছিল
 আগামী 
কাল
সকাল থেকেই ধর্মতলা অঞ্চলে
আসতে শুরু
করবে
মুল সভার দিকে
। 






(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রেলপথেও বিভিন্ন জেলা ও
কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে হাজারে হাজারে মানুষ এই জনসভায় হাজির হচ্ছেন।
ইতিমধ্যে  উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের  বেশির ভাগ নেতা
কমিরা কলকাতায়  পৌছে  গেছে । এক ঝলক  দেখুন কারা কারা এখন কলকাতায় ।



 ইতিমধ্যেই কলকাতায়  পৌচ্ছে গেছেন   উত্তর দিনাজপুর জেলা তৃনমূল এর সভাপতি অমল আচার্য্য, জেলার তৃনমূল কংগ্রেস নেতা তথা রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা যুব  তৃনমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল,জেলা পরিষধের সদ্ধ্য জয়ী তৃনমূল কংগ্রেস এর নেত্রী পুজা আচার্য্য, জেলা তৃনমূল যুব কংগ্রেস এর সহ সভাপতি পিন্টু মদোক, কালিয়াগঞ্জ পৌরসভার উপ পরৌপতি বসন্ত  রায়.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

একুশে জুলাই। আর একুশে জুলাই এলেই খবরের শিরোনামে চলে আসে তৃণমূলের শহিদ দিবস। প্রতিবছরই একুশে জুলাই পালনের মধ্যে দিয়ে দলীয় কর্মী সমর্থকদের রাজনৈতিক বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগামী বছর তো লোকসভা ভোট। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের ঝড় উঠেছে। আনুষ্ঠানিকভাবে বিজয় উত্সব পালনের কর্মসূচিও রয়েছে এ বারের ২১ জুলাইয়ে। তবে বিজেপি দ্বিতীয় স্থানে। বেড়েছে ভোট শতাংশও। এমনকী বেশ কয়েকটি এলাকায় বিজেপির প্রাধান্য বেড়েছে। এরফলে পঞ্চায়েত ভোটে ভাল ফল সত্ত্বেও তৃণমূল নেত্রী কিছুটা চিন্তিত বলেই রাজনৈতিক মহলের ধারণা।তাই বিজেপি নিয়ে তৃণমূলের অবস্থান কী সে সম্পর্কেও শহিদ সমাবেশের মঞ্চ থেকে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছেন দলীয় নেতাকর্মীরা। এছাড়া তৃণমূল সুপ্রিমো বেশ কয়েকটি চমক দিতে পারেন বলেও রাজনৈতিক মহলের ধারণা। কিন্তু সেই চমকগুলো কী কী হতে পারে একবার দেখে নেওয়া যাক-


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পঞ্চায়েত ভোটের ব্যাপক সাফল্য উদযাপন
বাংলায় পঞ্চায়েত ভোটে সবুজ ঝড়। চার দশক পর বামেদের রেকর্ড ভাঙল তৃণমূল কংগ্রেস। বিরোধীশূন্য এগারো জেলা পরিষদ। কার্যত এই সাফল্যই উদযাপন করবে ২১ জুলাই মঞ্চে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বিজেপি-র বড় নেতার তৃণমূলে যোগদান
সম্প্রতি এ রাজ্যে যতগুলো নির্বাচন হয়েছে সব কটি নির্বাচনেই বিজেপি সিপিএম-কংগ্রেসকে হাটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শুধু তাই নয় বেড়েছে ভোট শতাংসও। সেই দিক থেকে বিজেপির কোনও বড় নেতাকে তৃণমূল যোগদান করানোর মতো চমক থাকতে পারে বলেই রাজনৈতিক মহল মনে করছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *