কোলকাতা প্রেসক্লাবে সাংবাদিক প্রশিক্ষণ শিবির:
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কৌশিক ঘোষ,কোলকাতা: শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যাপি কোলকাতা প্রেসক্লাবে পাবলিক রিলেশানশিপ সোসাইটি অফ ইন্ডিয়া এর যৌথ উদ্যোগে ডিজিটাল জার্ণালিজম নিয়ে এক প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক প্রশিক্ষণ শিবিরে তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু, কোলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিষ সুর প্রমুখ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। SAUCE কর্ণধার মিতুল দাস,হেমন্ত ছাবরিয়া,মৃত্যুজ্ঞয় চট্রোপাধ্যায় প্রমুখরা এই প্রশিক্ষণ শিবিরে সাংবাদিকদের প্রশিক্ষণ দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মন্ত্রী ব্রাত্য বসু ডিজিটাল জার্ণালিজম নিয়ে নানা কথা বলেন ও ভবিষ্যতে এই ডিজিটাল সুরক্ষা বিষয়টি ও দেখার কথা বলেন। মন্ত্রী প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের হাতে শংসাপত্র ও প্রদান করেন।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});