তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সব মহল
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২১ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচির ২৫ বছর। তার ওপর সামনে ২০১৯-এর লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সব মহল।নোটবাতিল, জিএসটি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। এসব নিয়ে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতার পারদ চড়াচ্ছে বিরোধীরা। মোদী বিরোধী বৃহত্তর জোট গঠনের প্রক্রিয়াও চলছে। যার অন্যতম শরিক তৃণমূল নেত্রীও। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোটে বিপুল সাফল্যের পর এবার মমতার লক্ষ্য ২০১৯-এর লোকসভা ভোট। তার আগে শেষ ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি যাবতীয় আক্রমণ শানাবেন বিজেপিকে লক্ষ্য করে।একুশে জুলাই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ধর্মতলায় আসছে তৃণমূল কর্মী ও সমর্থকদের মিছিল। সে জন্য কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউ, লেনিন সরণি, এস এন ব্যানার্জি রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, হেস্টিংস, জওহরলাল নেহরু রোড, হসপিটাল রোড, রেড রোড সহ বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি, ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});