January 13, 2025

তিন দিনের সার্টিফিকেট কোর্স বিষয় রক্তদানের মত মহতী কাজের গতিকে উত্তরোত্তর বাড়িয়ে নিয়ে যাবার লক্ষ্যে

1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)21শে জুলাই :-রক্তদানের মত মহতী কাজের গতিকে উত্তরোত্তর বাড়িয়ে নিয়ে যাবার লক্ষ্যে আজ শুরু হলো বালুরঘাট জেলা বালিকা বিদ্যালয়ে  তিন দিনের সার্টিফিকেট কোর্স বিষয় – সমাজসেবা : রক্তদাতা উদ্বুদ্ধকরণ ও সংগ্রহসমাজসেবামূলক সার্টিফিকেট কোর্স – ২০১৮আয়োজক : দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনোর্স অ্যাসোসিয়েশন পরিচলনায়  : অ্যাসোসিয়েশন ওফ ভলান্টারি ব্লাড ডোনোর্স ওয়েষ্ট বেঙ্গলবালুরঘাট জেলা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনের মাধ্যমে শুরু হলো আজকের অনুষ্ঠান !


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 মোট বাহাত্তর জন ব্যক্তি এই তিনদিনের কোর্সে যোগ দেন ! গত মে মাসে কালেক্টর বিল্ডিংয়ে যারা রক্তদান করেছিলেন তাদের আজ এই শিবিরে সার্টিফিকেট প্রদান করা হয় ! এছাড়াও গত বছর রাজ্য পর্যায়ে প্রথম স্থানাধিকারি সহ অন্যান্যদের সংবর্ধিত করা হয় !


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উপস্থিত ছিলেন – মাননীয়া সুচিত্রা ঘোষ প্রাক্তন অধ্যাপিকা বঙ্গবাসী কলেজ কোলকাতা তাপস সাহা এ ভি বি ডি  ওয়েষ্ট বেঙ্গল এর কর্মকর্তা রঞ্জিত রায় চৌধুরী এ ভি বি ডি ওয়েস্ট বেঙ্গল এর কর্মকর্তা সুনীল সরকার দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনোর্স অ্যাসোসিয়েশনপৃথ্বীশ ঘোষ ঠাকুর সভাপতি দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনোর্স অ্যাসোসিয়েশননীলত্পোল সরকার দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনোর্স অ্যাসোসিয়েশনপ্রদীপ সাহা দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনোর্স অ্যাসোসিয়েশন, ভবানী সরকার প্রধান শিক্ষিকা বালুরঘাট জেলা বালিকা বিদ্যালয় সহ আরো অনেকে !


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *