ভরা শাওনে খরা। শুকিয়ে যাচ্ছে পাট খেত ;শুকিয়ে যাচ্ছে আমন ধানের বীজ
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুবল গোপ চোপড়া বিধান নগর 21 জুলাই ঃমেঘ আছে; বৃসটি নেই ;খাল বিল ধনহর জমি আছে জল নাই। চাষির মেজাজ করা। কারন? ভরা শাওনে খরা। শুকিয়ে যাচ্ছে পাট খেত ;শুকিয়ে যাচ্ছে আমন ধানের বীজ তলা (বিচন)। তাইতো চাষির পেটে ঢোকেনা ভাত;সবাই বলে আর এক পখে বর্ষা না হলে ‘চাষিরা কুপোকাত। চাষি বলছে ডেকে ডেকে শুনো বিবিজান ”খেয়ে দেয়ে ধরি সবে পুরনো সেই গান। আললা মেঘ দে পানি দে ছায়া দেরে তুই;আললা মেঘ দে। ।ঠিক এমনই দশা চাষিদের ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});