January 13, 2025

বাড়ির সামনে নোংরা ফেলার প্রতিবাদ করে আক্রান্ত মহিলা

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিশ্বজিৎ মণ্ডল,মালদা : বাড়ির সামনে নোংরা ফেলার প্রতিবাদ করে আক্রান্ত মহিলা।অভিযোগ,প্রতিবাদী মহিলাকে  গ্রামের মধ্যেই রাস্তায় ফেলে বিবস্ত্র করে মারধর করা হয়।ঘটনায়  প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ।ঘটনা ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় মালদার ইংরেজবাজার থানার অমৃতি অঞ্চলের মদনপুর গ্রামে।ঘটনায় আক্রান্ত মহিলার পরিবার থানায় অভিযোগ দায়ের।জানাগেছে,প্রতিনিয়ত প্রতিবেশী অশোক মন্ডল বাড়ির ছাদ থেকে নোংরা আবর্জনা ওই মহিলার বাড়ির সামনে ফেলে দিতেন।বারংবার বারণও করেছিলো ওই মহিলার সহ পরিবার।কিন্তু অশোক মন্ডলের পরিবারের টনক পর্যন্ত নড়েনি।সোমবার সকালে আবার নোংরা আবর্জনা মহিলার বাড়ির সামনে ফেলে দেয়।তৎক্ষণাৎ ঘটনার প্রতিবাদ করেন ওই  মহিলা।অভিযোগ,তারপরই অশোক মন্ডল তেড়ে গিয়ে মহিলার ওপর হামলা করে।রাস্তায় বিবস্ত্র করে চলে মারধর।আঘাত করা হয় মহিলার মাথায়।ঘটনায় স্থানীয় সহ পরিবারের লোকেরা মহিলাকে উদ্ধার করে স্থানীয় মিলকি গ্রামীন হাসপাতালে ভর্তি করেন।কিন্তু আঘাত গুরুতর থাকায় মহিলাকে স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।বর্তমানে সেখানেই চলছে মহিলার চিকিৎসা।এদিকে আক্রান্ত মহিলার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত প্রতিবেশী অশোক মন্ডলের বিরুদ্ধে মিলকি পুলিশ ফাঁড়ির অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।গা ঢাকা দিয়েছে অভিযুক্ত





(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *