ট্রাফিক আইন ভঙ্গকারীকে রেহাই দেবেন না নেতা-মন্ত্রীরা ফোন করলেও
1 min read
ট্রাফিক আইন ভঙ্গকারীকে রেহাই দেবেন না নেতা–মন্ত্রীরা ফোন করলেও । পথ নিরাপত্তা বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ পুলিস প্রশাসনকে নির্দেশ দেন সোমবার কোচবিহারে এভাবেই জেলা পুলিসকে সতর্ক করে।।
মন্ত্রীর
কাছ
থেকে
আশ্বাস
পেয়ে
পুলিসের
মধ্যেও
কিছুটা
স্বস্তি
ফিরেছে।
মন্ত্রীর
কাছ
থেকে
আশ্বাস
পেয়ে
পুলিসের
মধ্যেও
কিছুটা
স্বস্তি
ফিরেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে,
জেলাশাসক
কৌশিক
সাহা
ও জেলার
পুলিস
সুপার
ভোলানাথ
পাণ্ডে
‘সেফ
ড্রাইভ,
সেভ
লাইফ’
এই
আপ্তবাক্যকে
ব্যাপকভাবে
প্রচার
করার
ব্যাপারে
তৎপর
হয়েছেন। পাড়ায় পাড়ায় ট্রাফিক ক্লাব করার ব্যাপারেও জেলা পুলিস চিন্তাভাবনা করছে। পথ
নিরাপত্তা
সপ্তাহ
পালনের
অঙ্গ
হিসাবে
এদিন
কোচবিহার
শহরে
মন্ত্রী
মোটর
বাইক
র্যা
লির
সূচনা
করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});