January 12, 2025

কুমারগঞ্জ থানার উদ্যোগে পালিত হলো "SAFE DRIVE,SAVE LIFE"এর ওপর সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান

1 min read

কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)26শে জুলাই:-কুমারগঞ্জ থানার উদ্যোগে পালিত হলো “SAFE DRIVE,SAVE LIFE”এর ওপর সচেতনতামূলক  সাংস্কৃতিক অনুষ্ঠান l কুমারগঞ্জ থানার উদ্যোগে আজ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কুমারগঞ্জ থানা প্রাঙ্গনে l আজ বৈকাল চারটা থেকে কুমারগঞ্জ থানার মাঠে রীতিমতো মঞ্চ বেঁধে পথনিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী দেবদত্ত চক্রবর্তী,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী ক্ষেম সুন্দর মন্ডল ,কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী পার্থ ঝা ,ব্লক ও থানার বেশকিছু আধিকারিক ,থানার সমস্ত সিভিক ভলেন্টিয়ার  এবং স্থানীয় মানুষজন lসেরা আকর্ষণ ছিল স্থানীয় যুবক যুবতীদের দ্বারা অভিনীত পথনাটিকা l মূলত রাস্তায় দুর্ঘটনা কিকি কারণে হয় এবং তার ফল মারাত্মক হতে পারে তা নিয়েই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই পথনাটিকা l প্রত্যেকের অভিনয়ে তাদের অভিনয় এর পারদর্শিতা যেমন ফুটে উঠেছে ঠিক তেমনি নাটকের বিষয়বস্তুও প্রাণবন্ত হয়েছে l

 এবিষয়ে কুমারগঞ্জ থানার আধিকারিক পার্থ ঝা বলেন -আমার প্রশাসনের লোকেরা যদি সকলে হেলমেট  ব্যবহার না করি ,safety rules on the road ফলো না করি ,তবে সমাজের বাকি অংশের লোক আমাদের দিকে আঙ্গুল তুলবে l তাই আমরা যারা প্রশাসনের লোক আমরা সবার আগে ট্রাফিক আইন মানব,হেলমেট ছাড়া কেও মোটর সাইকেল চালাবোনা এই অঙ্গীকার নেয়ার আহ্বান জানান l সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদত্ত চক্রবর্তী জানান -একটা মোবাইল কিনলে আমরা তার স্ক্রিন প্রটেকটর লাগাই যাতে মোবাইলের ডিসপ্লে নষ্ট না হয় ,কিন্তু আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য হেলমেট ব্যবহার করিনা l এই মানসিকতার পরিবর্তন ঘটলেই পথদুর্ঘটনা জনিত মৃত্যু অনেক ক্ষেত্রেই কমানো যাবে l এছাড়াও রাস্তায় চলার সময় অযথা স্পিড বর্জন ,তিনজন বাইকে না চলা ,গাড়ি চালানোর জন্য সিট্ বেল্টের ব্যবহার ,মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো ইত্যাদি বিষয়ে সচেতন হবার পরামর্শ দেন l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ আধিকারিকদের বক্তব্য অনুযায়ী-পুলিশকে ফ্রি হ্যান্ড দিলেই সমস্ত সমস্যা মিটে যাবে l যদি ছোট বড়,শাসক -বিরোধী  রাজনৈতিক নেতা নির্বিশেষে কেস দেয়া শুরু হয় ,তবে সাত দিনে এই সমস্যা মিটে যাবে l এসব প্রচার সর্বস্ব সেলফি প্রোগ্রাম না করে প্রয়োজন পুলিশ কে স্বাধীন ভাবে ট্রাফিক আইন বাস্তবায়নের ক্ষমতা প্রদান l কিন্তু বাস্তব চিত্র পৃথক  ,কোনো নেতা ,নেতার চেলা ,নেতার আত্মীয় ,আত্মীয়র আত্মীয় ,তার বন্ধু যারই গাড়ি ধরা হয় ,সেই গাড়ির কাগজপত্র থানায় পৌঁছনোর পূর্বেই দাদা দিদির ফোন এসে যায় গাড়ি ছাড়ার অনুরোধ ,অনুরোধ না মানলে  হুমকি l তাই যতদিন না এই অবস্থার পরিবর্তন ঘটবে ততদিন যতই এসব প্রোগ্রাম হোক তার সুফল পাওয়া মুশকিল l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *