January 12, 2025

ইসলামপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা

1 min read
দেবব্রত চক্রবর্তী  চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশুমৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা ছড়ায়।  কর্তব্যরত নার্সকে মারধরের অভিযোগ।এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে মৃত শিশুর নাম সামসেদ বেগম(২),বাড়ি ইসলামপুরের সুজালি এলাকায়।মৃত শিশুর বাবা সামসুল হক বলেন যে,চিকিৎসার অভাবে আমার মেয়ে মারা গেল।ডাক্তার যদি সঠিক সময়ে আমার মেয়ের চিকিৎসা করতো তাহলে আমার মেয়ে মারা যেত না।আজকে দুপুর ২ টার সময় প্রচন্ড জ্বর ও কাশি নিয়ে মেয়েকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করি।ভর্তি করার পর কর্তব্যরত নার্স একটি স্যালাইন দে।তারপর মেয়ে জ্বরে ছটফট করলে নার্সকে জানালে নার্স আমাকে মেয়ের কপালে বরফ ও জলে ভিজা কাপড় দিয়ে কপালে মালিশ করতে বলে।কিন্তু তাতেও জ্বর না কমলে আমি ডাক্তারের কাছে গিয়ে পা ধরে বলি যে আমার মেয়ের অবস্থা খুব খারাপ।আপনি একবার দেখেন।ডাক্তার মেয়েকে দেখার পর একটা ইনজেকশন নিয়ে আসতে বলে আমাকে।আমি ইনজেকশন নিয়ে এসে দেখি আমার মেয়ে মারা গেছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *